IPL 2021: দুবাই যাত্রা আরিসিবি-পঞ্জাবের, দেখুন ছবি

আইপিএলের (IPL) দ্বিতীয় পর্বে যোগ দিতে এ বার মরুশহরের উদ্দেশ্যে রওনা দিল বিরাট কোহলির (Virat Kolhi) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও কেএল রাহুলের (KL Rahul) পঞ্জাব কিংস (Punjab Kings)। দুই দলের অধিনায়কই বর্তমানে রয়েছেন ইংল্যান্ডে। ভারত অধিনায়ক বিরাট কোহলি ও টিম ইন্ডিয়ার ওপেনার লোকেশ রাহুল ভারত-ইংল্যান্ড (India vs England) সিরিজ শেষ হলে নিজ নিজ আইপিএল দলের সঙ্গে যোগ দেবেন।

| Edited By: | Updated on: Aug 29, 2021 | 4:54 PM
করোনাকালে মাস্ক মাস্ট। ডবল মাস্ক পরে ম্যান্ডেটারি ট্রাভেল সেলফি পোস্ট করেছেন আরিসিবির ক্রিকেটার নভদীপ সাইনি। সঙ্গে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়ও। (সৌজন্যে-নভদীপ সাইনি টুইটার)

করোনাকালে মাস্ক মাস্ট। ডবল মাস্ক পরে ম্যান্ডেটারি ট্রাভেল সেলফি পোস্ট করেছেন আরিসিবির ক্রিকেটার নভদীপ সাইনি। সঙ্গে রয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়ও। (সৌজন্যে-নভদীপ সাইনি টুইটার)

1 / 5
বিরাট কোহলি ছাড়া আরসিবি পরিবারের বাকি ভারতীয় ক্রিকেটাররা পাড়ি দিলেন দুবাইতে। (সৌজন্যে-আরিসিবি টুইটার)

বিরাট কোহলি ছাড়া আরসিবি পরিবারের বাকি ভারতীয় ক্রিকেটাররা পাড়ি দিলেন দুবাইতে। (সৌজন্যে-আরিসিবি টুইটার)

2 / 5
পঞ্জাব কিংস দলের সঙ্গে মরুশহরে উড়ে গেলেন প্রধান কোচ অনিল কুম্বলেও। (সৌজন্যে-পঞ্জাব কিংস টুইটার)

পঞ্জাব কিংস দলের সঙ্গে মরুশহরে উড়ে গেলেন প্রধান কোচ অনিল কুম্বলেও। (সৌজন্যে-পঞ্জাব কিংস টুইটার)

3 / 5
প্রীতি জিন্টার দলের শাহরুখ খান বিমানের ভিতর ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। (সৌজন্যে-পঞ্জাব কিংস টুইটার)

প্রীতি জিন্টার দলের শাহরুখ খান বিমানের ভিতর ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। (সৌজন্যে-পঞ্জাব কিংস টুইটার)

4 / 5
হাসিমুখে লেন্সবন্দি পঞ্জাবের মনপ্রীত বরার। (সৌজন্যে-পঞ্জাব কিংস টুইটার)

হাসিমুখে লেন্সবন্দি পঞ্জাবের মনপ্রীত বরার। (সৌজন্যে-পঞ্জাব কিংস টুইটার)

5 / 5
Follow Us: