সোশ্যাল মিডিয়ার আচরণের জন্য কোচিং থেকে দূরে আক্রম

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 07, 2021 | 8:25 AM

পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি পেসার। পাকিস্তান ক্রিকেট যদি কখনও তাঁকে কোচ হিসেবে চায়, কাজ করতে পারেন। আক্রমের কথায়, 'এমন নয় যে আমি প্লেয়ারদের থেকে পুরোপুরি দূরে থাকতে চাই। ওরা যখনই ডাকবে, আমি এগিয়ে আসব।

সোশ্যাল মিডিয়ার আচরণের জন্য কোচিং থেকে দূরে আক্রম
ওয়াসিম আক্রম (ছবি-টুইটার)

Follow Us

করাচি: যথেষ্ট সুযোগ ও সম্ভাবনা থাকলেও কখনও লম্বা সময়ে কোচ হিসেবে দেখা যায়নি ওয়াসিম আক্রমকে (Wasim Akram)। কেন? সোশ্যাল মিডিয়ায় (Social Media) যে ভাবে কারণে, অকারণে হেনস্তা করা হয় লোকজনকে, তা কোনও মেনে নিতে পারেন না পাকিস্তানের কিংবদন্তি বাঁ হাতি পেসার। তাই ইচ্ছে থাকলেও পুরোপুরি কোচিংয়ে আসতে চান না তিনি।

আক্রম বলেছেন, ‘আমি কোনও ভাবেই খারাপ আচরণগুলো মেনে নিতে পারি না। সোশ্যাল মিডিয়ায় যে ভাবে কোচ কিংবা সিনিয়র প্লেয়ারদের বাজে মন্তব্যের শিকার হতে হয়, সেটা কখনওই নেওয়া যায় না। ও সব নেওয়ার মতো ধৈর্য আমার অন্তত নেই।’

ক্রিকেটের (Cricket) প্রতি ভক্তদের টান অনুভব করেন। সেই তাঁরাই আবার কী করে অপমান করেন ক্রিকেটারদের, সেটাই বুঝতে পারেন না আক্রম। ‘বাস্তবটা আমাদের মানতেই হবে। এ ছাড়া আর কোনও উপায় নেই। সোশ্যাল মিডিয়ায় আপনি যদি খারাপ মন্তব্য করেন, তা কিন্তু আসলে আপনি কী, সেটাই তুলে ধরে। কখনও টিম ভালো খেলে। কখনও খারাপ। কিন্তু তার জন্য কোচদের কেন বেছে নেওয়া হবে? ভারতের কোচ রবি শাস্ত্রীকে যে ভাবে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হয়েছিল, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিল ওই আচরণ দেখে।’

ইদানীং সোশ্যাল মিডিয়ায় ধরণই হল, কেউ ভালো খেললে তাঁকে হিরো করে দেওয়া হয়। হারলেই সেই তিনিই আবার ভিলেন হয়ে যান। ক্রিকেটারদের ক্ষেত্রে যেমন হয়, কোচদেরও ক্ষেত্রেও তেমন। উপমহাদেশে এই ব্যাপারটা বেশি। ভারত-পাকিস্তান-বাংলাদেশে খুল্লামখুল্লা সমালোচনা করা হয় প্লেয়ারদের। কিন্তু ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশে এই ব্যাপারটা কম।

পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের বোলিং কোচের দায়িত্ব নিয়েছেন কিংবদন্তি পেসার। পাকিস্তান ক্রিকেট যদি কখনও তাঁকে কোচ হিসেবে চায়, কাজ করতে পারেন। আক্রমের কথায়, ‘এমন নয় যে আমি প্লেয়ারদের থেকে পুরোপুরি দূরে থাকতে চাই। ওরা যখনই ডাকবে, আমি এগিয়ে আসব। পাকিস্তান ক্রিকেটের প্রতি আজও দায়বদ্ধ আমি। যে ভাবে চাইবে, কাজ করতে রাজি আছি।’

Next Article