Glenn Maxwell: গল্ফের স্কিল কাজে লাগিয়ে বিশ্বকাপে বিস্ময়কর ইনিংস ম্যাক্সওয়েলের, ব্যাখ্যা প্রাক্তনদের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 08, 2023 | 2:25 PM

সর্বকালের অন্যতম সেরা ওয়ান ডে ইনিংস খেলে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। কার্যত এক পায়ে খেললেন অবিশ্বাস্য ইনিংস। যেন অতীতের যাবতীয় কৃতিত্ব ধুয়ে-মুছে দেওয়ার জন্য়ই নেমেছিলেন ক্রিজে। আফগানিস্তানের বিরুদ্ধে একাই সেমিফাইনালে তুলে দিলেন টিমকে। তাঁর এই ইনিংস দেখে বিস্ময় প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটাররা। ২১টা চার ও ১০ ছয়ের মণিমুক্তো দিয়ে ম্যাক্সি সাজিয়েছেন তাঁৎ অন্যতম দামি নেকলেস।

Glenn Maxwell: গল্ফের স্কিল কাজে লাগিয়ে বিশ্বকাপে বিস্ময়কর ইনিংস ম্যাক্সওয়েলের, ব্যাখ্যা প্রাক্তনদের
গল্ফের স্কিল কাজে লাগিয়ে বিশ্বকাপে বিস্ময়কর ইনিংস ম্যাক্সওয়েলের, ব্যাখ্যা প্রাক্তনদের
Image Credit source: Twitter

Follow Us

নয়াদিল্লি: ২০১ রানের ইনিংসটা বিশ্বকাপের ইতিহাসে সেরা কিনা, তা নিয়ে আলোচনা চলছে। বলা হচ্ছে, ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে হয়তো এমন ইনিংস খুব বেশি নেই। সর্বকালের অন্যতম সেরা ওয়ান ডে ইনিংস খেলে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। কার্যত এক পায়ে খেললেন অবিশ্বাস্য ইনিংস। যেন অতীতের যাবতীয় কৃতিত্ব ধুয়ে-মুছে দেওয়ার জন্য়ই নেমেছিলেন ক্রিজে। আফগানিস্তানের বিরুদ্ধে একাই সেমিফাইনালে তুলে দিলেন টিমকে। তাঁর এই ইনিংস দেখে বিস্ময় প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটাররা। ২১টা চার ও ১০ ছয়ের মণিমুক্তো দিয়ে ম্যাক্সি সাজিয়েছেন তাঁৎ অন্যতম দামি নেকলেস। এই বিস্ফোরক ইনিংসের রহস্য কী? TV9Bangla Sports এ বিস্তারিত।

ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে রান তাড়া করতে নেমে ডাবল সেঞ্চুরি আর কেউ করতে পারেননি। ১২৮ বলে ২০১ নট আউট অতীতের সব ইনিংসের উপরে জায়গা করে নিয়েছে। সেই সঙ্গে সাদা বলের ক্রিকেটে ম্যাক্সি যে কিংবদন্তি, তাও মেনে নিচ্ছেন প্রাক্তনরা। ওয়াসিম আক্রমের মতো প্রাক্তন বলে দিচ্ছেন, ‘ম্যাক্সওয়েল অলরাউন্ডার প্লেয়ার। ও ছেলেবেলায় টেনিস প্লেয়ার ছিল। পরে গল্ফ খেলতে শুরু করে। আফগানিস্তানের বিরুদ্ধে ওর কিছু শট যদি খেয়াল করা হয়, দেখা যাবে এক হাতে খেলেছে। প্রথম টি-তে ওয়ান-উড শট নিচ্ছে। গল্ফে কিন্তু হাতের ব্যবহারই বেশি। সেটা ও চমৎকার করেছে।’

ডান পায়ের কাফ মাসলে চোট। রানও নিতে পারছেন না। স্টান্স নিতেও সমস্যা হচ্ছে। সেই তিনিই কী করে কার্যত অসম্ভবকে সম্ভব করলেন, তা নিয়ে বিস্মিত মিসবা উল হকের মতো পাকিস্তানের আর এক প্রাক্তন। বলে দিচ্ছেন, ‘পাওয়ার হিটিংয়ের ক্ষেত্রে হাতের সুইং ভীষণ গুরুত্বপূর্ণ। ম্যাক্সওয়েল হাতের গতি আর সুইংয়ের উপর নির্ভর করে খেলে। গল্ফে বল হিট ও ফলোথ্রুর ক্ষেত্রে হাতের মুভমেন্ট খুব দ্রুত হয়।’

শোয়েব মালিকের মতো আর এক প্রাক্তন পাক ক্রিকেটারের যুক্তি, ‘পাওয়ার হিটিংয়ের ক্ষেত্রে পায়ের মুভমেন্ট গুরুত্বপূর্ণ নয়। হাতের মুভমেন্টই এখানে গুরুত্বপূ্র্ণ। ম্যাক্সওয়েল ঠিক করে নিয়েছিল, ও পা নড়াবে না। শরীরের ওজনটা স্রেফ দুটো পায়ে রেখেছিল। পাওয়ার হিটিংয়ের ক্ষেত্রে সেটাই গুরুত্বপূর্ণ। ওই ভারসাম্য নিয়েই সামনে কিংবা পিছনের বল খেলা যায়। আফগান পেস বোলারদের স্লোয়ার করতে পারত, অফস্টাম্পের বাইরে বল রাখতে পারত। কিন্তু ওরা নিজেদের পরিকল্পনা বদলাতে পারেনি। স্পিনাররা ফ্লাইট করতে পারত। আসলে ওদের কোনও প্ল্যান বি ছিল না।’

Next Article