Sunil Gavaskar: ‘গাভাসকরের ব্যাটিং দেখা শেখা উচিত’, কে বললেন এমন কথা?

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

May 28, 2022 | 7:00 PM

গাভাসকর প্রসঙ্গে মিয়াঁদাদ বলেন, 'খাটো উচ্চতাতেও কি ভাবে বিশ্বের একের পর এক দেশের বোলারদের বিরুদ্ধে খেলে গিয়েছে। পারফরম্যান্সে ধারাবাহিকতা দেখিয়ে গিয়েছে। ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতাতেও যে ভাবে বিশ্বের বিধ্বংসী বোলারদের সামলেছে তা যে কোনও ব্যাটারদের শেখা উচিত।'

Sunil Gavaskar: গাভাসকরের ব্যাটিং দেখা শেখা উচিত, কে বললেন এমন কথা?
সুনীল গাভাসকর। ছবি: টুইটার

Follow Us

করাচি: কোনও উঠতি ক্রিকেটারকে সাফল্য পেতে হলে কি করা উচিত? সেই উপায় বাতলে দিলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ (Javed Miandad)। এমনিতে ভারত-পাক কূটনৈতিক সম্পর্কের কথা সবার জানা। ক্রীড়া আঙিনাতেও ভারত-পাক দ্বৈরথ সব সময় আলাদা মাত্রা যোগ করেছে। কিন্তু উঠতি ক্রিকেটারদের পরামর্শ দিতে গিয়ে এক ভারতীয় ক্রিকেটারের উদাহরণই টানলেন প্রাক্তন পাক ব্যাটার। বিধ্বংসী বোলারদের কি ভাবে সামলানো দরকার, তা সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) ব্যাটিং ভিডিও দেখে শেখা উচিত। কম উচ্চতা হওয়া সত্ত্বেও বিশ্বের তাবড় তাবড় বোলারদের যে ভাবে সামলেছেন গাভাসকর তা অনস্বীকার্য। মার্শাল, হোল্ডিং, রবার্টস, গার্নার, লিলি, থমসনদের ঠাণ্ডা মাথায় সামলেছেন সুনীল গাভাসকর। নিখুঁত টেকনিককে হাতিয়ার করেই কেরিয়ারে একের পর এক অসামান্য ইনিংস উপহার দিয়ে গিয়েছেন গাভাসকর।

 

গাভাসকর প্রসঙ্গে মিয়াঁদাদ বলেন, ‘খাটো উচ্চতাতেও কি ভাবে বিশ্বের একের পর এক দেশের বোলারদের বিরুদ্ধে খেলে গিয়েছে। পারফরম্যান্সে ধারাবাহিকতা দেখিয়ে গিয়েছে। ৫ ফুট ৫ ইঞ্চি উচ্চতাতেও যে ভাবে বিশ্বের বিধ্বংসী বোলারদের সামলেছে তা যে কোনও ব্যাটারদের শেখা উচিত।’

 

এরই সঙ্গে যোগ করে প্রাক্তন পাক অধিনায়ক বলেন, ‘এখনকার খেলোয়াড়রা ভিডিও দেখে শেখে। গাভাসকর কি ভাবে জোরে বোলারদের সামলেছে, সেই ভিডিও দেখা উচিত। ওই সময়ে বিশ্বের সব দেশেই জোরে বোলাররা ছিল। আমি ওর ব্যাটিং দেখতে উপভোগ করতাম। আমার মনে আছে, ফিল্ডিং করার সময় খুব মন দিয়ে ওর ব্যাটিং দেখতাম। অনেক সময় অনেক কথা বলে ওকে উত্যক্ত করতাম। কিন্তু ব্যাটিংয়ে যে একাগ্রতা ও দেখাত তা অসাধারণ।’ গাভাসকর ছাড়া গুন্ডাপ্পা বিশ্বনাথের ব্যাটিংয়েরও প্রশংসা করেন মিয়াঁদাদ।

 

 

 

আরও পড়ুন: IPL 2022: এই বিরাটকে আমি চিনি না, কে বলছেন এমন অবাক করা কথা?

Next Article