Babar Azam Marriage: কবে বিয়ে করছেন? বাবরের উত্তরে হাসির রোল

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Feb 26, 2023 | 4:54 PM

Pakistan Cricket: আগেও বহুবার বিয়ের ব্যাপারে প্রশ্নের মুখে পড়তে হয়েছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে। কিন্তু কোনও নির্দিষ্ট উত্তর মেলেনি তাঁর কাছ থেকে। এ বারও একই প্রশ্নের সামনে পড়তে হল। তবে এ বার মুখ খুললেন ২৮ বছরের এই ব্যাটার। যদিও তাতে হাসির রোলই উঠল।

Babar Azam Marriage: কবে বিয়ে করছেন? বাবরের উত্তরে হাসির রোল
Image Credit source: twitter

Follow Us

ইসলামাবাদ: পাকিস্তান ক্রিকেটে বিয়ের মরসুম। একে একে অনেকেই বিয়ে করেছেন। এই তালিকায় সদ্য যোগ হয়েছে বাঁ হাতি পেসার শাহিন শাহ আফ্রিদির (Shaheen Afridi) নাম। পাকিস্তান ক্রিকেটের কিংবদন্তি শাহিদ আফ্রিদির ছোট মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে শাহিন আফ্রিদির। তার আগে বাঁ হাতি ব্য়াটার শান মাসুদ (Shan Masood), অলরাউন্ডার শাদাব খানরা (Shadab Khan) গত কয়েক মাসের মধ্যে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার থেকে বয়সে ছোট ক্রিকেটাররা বিয়ে করে নিচ্ছেন। বাবর আজমের পালা কবে আসবে! পাকিস্তান অধিনায়ককে এমন প্রশ্নের মুখেই পড়তে হল। পাকিস্তান সুপার লিগের একটি সাংবাদিক সম্মেলনে হকচকিয়ে গেলেন বাবর। এক সাংবাদিক তাঁকে বিয়ে নিয়ে প্রশ্ন করেন। উত্তরে কী বললেন বিশ্বের অন্য়তম সেরা ব্যাটার? বিস্তারিত TV9Bangla-য়।

আগেও বহুবার বিয়ের ব্যাপারে প্রশ্নের মুখে পড়তে হয়েছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে। কিন্তু কোনও নির্দিষ্ট উত্তর মেলেনি তাঁর কাছ থেকে। এ বারও একই প্রশ্নের সামনে পড়তে হল। তবে এ বার মুখ খুললেন ২৮ বছরের এই ব্যাটার। যদিও তাতে হাসির রোলই উঠল। সতীর্থদের বিয়ে নিয়ে একজন সাংবাদিক বাবরকে প্রশ্ন করেন তিনি কবে বিয়ে করছেন। বাবরকে সোজাসুজি প্রশ্ন করেন, “আপনার বয়স হচ্ছে, চুলে পাক ধরছে। দলের বাকিরা বিয়ে করে নিচ্ছে। আপনার কী পরিকল্পনা?” প্রশ্ন শুনে কিছুটা চমকে গেলেও তৎক্ষণাৎ উত্তর দেন বাবর। বলেন “বয়স বা বিয়ের জন্য চুল পাকছে তা নয়। আমার চুল প্রথম থেকেই পাকা। আর বিয়ের ব্যাপারে বলি, সঠিক সময় এলেই বিয়ে করে নেব। আমিও সেই সঠিক সময়ের জন্যই অপেক্ষা করছি, আপনিও করুন”।

বাবরের এমন উত্তরে হাসির রোল ওঠারই কথা। বাবর কি ঘুরিয়ে বলতে চাইলেন, ‘আপনা টাইম আয়েগা’! তাঁর সময় কবে আসবে তিনিই জানেন। আপাতত ক্রিকেটেই ফোকাস বাবরের। দেশের হয়ে ৪৭ টেস্টে বাবরের মোট ৩৬৯৬ রান। রয়েছে ৯টি শতরান এবং ২৬টি অর্ধ শতরান। ওডিআই-তেও প্রায় পাঁচ হাজার রানের অধিকারী বাবর। ৫০ ওভারের ক্রিকেটে ২৪টি অর্ধশতরানের পাশাপাশি ১৭ টি শতরান রয়েছে তাঁর। এমনকি ২০ ওভারের ক্রিকেটেও দুটি শতরান রয়েছে এই পাকিস্তানি ব্যাটারের।

Next Article