INDvAUS Women: বোলিং কোচের অভাবে ভুগতে হচ্ছে, এ বার মুখ খুললেন হ্যারি!

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Dec 15, 2022 | 6:34 PM

Harmanpreet Kaur: পূজাকে না পাওয়ার জন্য় ভুগতে হচ্ছে হ্যারিদের। দলে অতিরিক্ত স্পিনার থাকার জন্য় অজিরা কিছুটা হলেও সুবিধা পাচ্ছে। ডেথে ভারতীয় দল সব থেকে বেশি রান হজম করেছে।

INDvAUS Women: বোলিং কোচের অভাবে ভুগতে হচ্ছে, এ বার মুখ খুললেন হ্যারি!
Image Credit source: twitter

Follow Us

মুম্বই : ভারতীয় মহিলা দলের কোচের পদে আর নেই রমেশ পওয়ার। এই সিরিজের প্রথম দুটি ম্য়াচে ভারতীয় বোলাররা বিপক্ষের মাত্র ২টি উইকেট ফেলতে পেরেছেন। ভারতীয় দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ব্য়াটসম্য়ানরা দুটি ম্য়াচে মোট ৩৬০ রান তুলেছেন। তৃতীয় ম্য়াচে অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্য়ালিসা হিলি ১ রান করে আউটন হন। তাহিলা ম্য়াকগ্রাকেও ১ করে আউট হন। এলিস পেরি ৪৭ বলে ৭৫ রানে দুরন্ত ইংনিস খেলে অস্ট্রেলিয়াকে ম্য়াচে ফেরান। তাঁর সঙ্গে যোগ দেন গ্রেস হ্য়ারিস ১৮ বলে ৪১ রান করেন। ২০ ওভারে অস্ট্রেলিয়া ১৭২ রান তোলে। এই ম্য়াচটি ভারত ২১ রানে হেরে যায়। বোলিং কোচ না থাকায় ভারতীয় টিমের সমস্যা যে হয়েছে, সন্দেহ নেই। ঋষিকেশ কানিতকর এখন টিমের কোচ।

হরমনপ্রীত কৌরের টিম ভালো ব্য়াটিং করতে পারেনি। ৫ ম্য়াচের সিরিজে ২-১ এগিয়ে অস্ট্রেলিয়া। আবার হেরে যাওয়ার কারণে ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত খানিকটা হলেও চাপে। তিনি বলেছেন, “এই মুহূর্তে টিমে কোনও বোলিং কোচ নেই। কেমন বোলিং করব, সেটা আমরাই ঠিক করছি। বোলারদের পাশে থাকার চেষ্টা করছি। বোলাররাও নিজেদের সেরাটা দিচ্ছে। মানছি, প্রথম দুটি ম্য়াচে সে ভাবে ভালো বল করতে পারিনি আমরা। তবে শেষ ম্যাচে আগের থেকে ভালো বল করতে পেরেছি। রেনুকা ঠাকুর ছন্দে দেখা রয়েছে। আমাদের বোলিং কোচ না থাকা পরিকল্পনা হয়তো খামতি থেকে যাচ্ছে। তার মধ্যেও যতটা সম্ভব চেষ্টা করছি আমরা। রেনুকা ছাড়াও দীপ্তি শর্মা,রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড় ভালো বোলিং করছে। পরের ম্য়াচে আশা করি ভালো ফল করব।”

পূজাকে না পাওয়ার জন্য় ভুগতে হচ্ছে হ্যারিদের। দলে অতিরিক্ত স্পিনার থাকার জন্য় অজিরা কিছুটা হলেও সুবিধা পাচ্ছে। ডেথে ভারতীয় দল সব থেকে বেশি রান হজম করেছে। ভারতের হয়ে অভিষেক হয় বাঁ হাতি পেসার অঞ্জলি সারভানীর। ৩৪ রান দিয়ে ২টি উইকেট নিয়েছেন। হরমনপ্রীত বলেন, “পওয়ার প্লেতে রেনুকা আর অঞ্জলি যখন বল করতে যায়, তখন কিন্তু ওদের সামলাতে অস্ট্রেলিয়ার সমস্যা হচ্ছিল।”

Next Article