কলকাতা: রবিবার মহারণ। মাঝে আর একটা দিন মাত্র। এই দিনটার জন্য অপেক্ষায় কোটি-কোটি ক্রিকেটপ্রেমী। বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত- অস্ট্রেলিয়া। শুধু ভক্তরাই নন, ফাইনালের জন্য অপেক্ষা করছেন অজি অধিনায়ক প্য়াট কামিন্সও। বৃহস্পতি বার সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বললেন, “ভারতের মুখোমুখি হওয়ার জন্য তর সইছে না।” আর কী বলছেন কামিন্স? বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে ফাইনাল। যেখানে গোটা গ্যালারি মাতবে রোহিতদের সমর্থণে। বাস্তবটা জানা কামিন্সের। তাই লক্ষাধিক ভারতীয় সমর্থকদের সামনে লড়ার মানসিক প্রস্তুতি শুরু করে দিয়েছে তাঁর দল। এখন শুধু অপেক্ষা। ভারতের মুখোমুখি হওয়ার জন্য তর সইছে না কামিন্সের। বৃহস্পতিবার ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসে বলেন, “লক্ষাধিক দর্শকরে সামনে ফাইনালে খেলব। আর অপেক্ষা করতে পারছি না।” সেমিফাইনাল পর্যন্ত দলের ফলাফলে খুশি কামিন্স। ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেডদের প্রশংসা শোনা যায় তাঁর মুখে। শেষে দলের ফিল্ডিং নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার, নিউজিল্যান্ডের বিরুদ্ধে রুদ্ধশ্বাস সেমিফাইনাল নিয়ে কামিন্সের উপলব্ধি,এই ধরণের ম্যাচে ডাগ-আউটে বসে থাকার চেয়ে মাঠে খেলার তুলনায় কম চিন্তার। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমার মনে হচ্ছিল ডাগ-আউটে বসে থাকার থেকে মাঠে নামা অনেক সহজ ছিল। স্নায়ুর চাপ ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছিল শেষ মুহূর্তে। ২ ঘণ্টা যে কীভাবে কাটল, বলে বোঝানো যাবে না।’ সেমিফাইনালের মতো ম্যাচে টস হারা নিয়ে কামিন্স বলেন,”জানতাম পরের দিকে স্পিন কাজ করবে। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় টস হেরেও খুব একটা হতাশ হইনি।”