India vs Australia: ‘নিজেরাই সবচেয়ে বেশি সমালোচনা করি’ কোন প্রসঙ্গে বলছেন রাহুল?

TV9 Bangla Digital | Edited By: অভিষেক সেনগুপ্ত

Sep 19, 2022 | 7:30 PM

KL Rahul: আরও একবার সমালোচনা প্রসঙ্গ উঠতেই রাহুল নির্দিষ্ট করে জানতে চাইলেন, ঠিক কোন বিষয়ে।

India vs Australia: নিজেরাই সবচেয়ে বেশি সমালোচনা করি কোন প্রসঙ্গে বলছেন রাহুল?
Image Credit source: TWITTER

Follow Us

মোহালি : বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম থেকে, লোকেশ রাহুলের স্ট্রাইকরেট। আইসিসি টুর্নামেন্টে দীর্ঘদিন ভারতের (Team India) ট্রফি খরা না কাটা। এশিয়া কাপের ফাইনালে পৌঁছতে না পারা। এত কিছুর জন্য সমালোচনা হওয়াটাই স্বাভাবিক। কিছুদিন আগে অবধি আলোচনার কেন্দ্রে ছিলেন বিরাট কোহলি। বলা ভালো, সমালোচনার কেন্দ্রে। তাঁর শতরানের খরা কেটেছে এশিয়া কাপে। দল ফাইনালে উঠতে পারেনি। সুপার ফোরের শেষ ম্যাচে টি ২০ ফরম্যাটে প্রথম এবং কেরিয়ারের ৭১ তম আন্তর্জাতিক শতরান করেছেন বিরাট কোহলি। এখন সমালোচনার বিষয় লোকেশ রাহুলের (KL Rahul) স্ট্রাইকরেট। চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন রাহুল। জিম্বাবোয়েতে ওয়ান ডে সিরিজ এবং এশিয়া কাপে (টি ২০ ফরম্যাট) পারফরম্যান্স খুব ভালো নয়।

অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজ শুরু হচ্ছে আগামিকাল, মঙ্গলবার। প্রথম ম্যাচ মোহালিতে। তার আগে আলোচনায় অবশ্যই সহ অধিনায়ক লোকেশ রাহুলের স্ট্রাইকরেট। সাংবাদিক সম্মেলনে এই প্রশ্নে অস্বস্তিতে পড়লেন রাহুল। কিছুটা সময় নিয়ে জবাব দিলেন, ‘এটা এমন একটা বিষয়, প্রতিটা প্লেয়ারের কেরিয়ারে কখনও না কখনও হয়। কেউ পারফেক্ট নয়। আর স্ট্রাইকরেটের বিষয়টা সার্বিকভাবে দেখা হয়। সেই প্লেয়ার কোন পরিস্থিতিতে খেলছে সে বিষয় দেখা হয় না। দল তার কাছে কী চায়, সেটাও গুরুত্বপূর্ণ। দল তার কাছে পরিস্থিতি অনুযায়ী একটা বড় ইনিংস চাইছে? নাকি ২০০ স্ট্রাইকরেট বা ১২০-১৩০ স্ট্রাইকরেটে ব্যাটিং, দলের চাওয়ার উপরও ইনিংস নির্ভর করে। এগুলো নিয়ে অবশ্য বিশ্লেষণ হয় না। সকলে শুধুমাত্র সার্বিক স্ট্রাইকরেটই দেখে। আমিও স্ট্রাইকরেট ভালো করা নিয়ে পরিশ্রম করছি। দলের তরফে সকলের দায়িত্ব আলাদা করে ভাগ করা আছে। আমরা প্রত্যেকে জানি, তার কাছ থেকে দলের কী প্রত্যাশা। আমিও চেষ্টা করছি, কী ভাবে আরও উন্নতি করা যায়।’

আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা প্রসঙ্গে রাহুল যোগ করলেন, ‘চোট থেকে ফেরার পর, ছন্দে ফিরতে কয়েকটা ম্যাচ খেলা খুবই জরুরি ছিল। জিম্বাবোয়ে সফর, এশিয়া কাপ সেই প্রস্তুতির ক্ষেত্রে কাজে দিয়েছে। এ বার অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ নিতে তৈরি। দীর্ঘ সময় পর ঘরের মাঠে খেলব। এর জন্য আরও মুখিয়ে রয়েছি।’ ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারত। সামনের মাসে অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপ। তার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। বারবার কেন বড় প্রতিযোগিতায় ব্যর্থ হচ্ছে ভারত! রাহুল বলছেন, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপ হোক বা এ বারের এশিয়া কাপ। আমার মতে, প্রতিটা বিভাগেই আমাদের পারফরম্যান্স ৮০-৮৫ শতাংশ ছিল। সব বিভাগ ভালো করলে তবেই বড় প্রতিযোগিতা জেতা যায়। গত বিশ্বকাপ, এ বারের এশিয়া কাপে আমরা অনেক জায়গায় ভুল করেছি। সেখান থেকে শিক্ষা নিয়েছি। এ বারের বিশ্বকাপে ব্যক্তিগত এবং দল হিসেবে সেগুলোর যাতে পুনরাবৃত্তি না হয়, সেটাই চেষ্টা করব।’

আরও একবার সমালোচনা প্রসঙ্গ উঠতেই রাহুল নির্দিষ্ট করে জানতে চাইলেন, ঠিক কোন বিষয়ে। স্ট্রাইকরেট প্রসঙ্গ বলতেই ভারতীয় দলের সহ অধিনায়ক বলেন, ‘সমালোচনা অনেক ক্ষেত্রেই হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, অধিনায়ক-কোচ কিংবা টিম ম্যানেজমেন্ট কী চাইছে। বাইরে যতটা না সমালোচনা হয়, আমরা নিজেদের মধ্যে বেশি সমালোচনা করি, নিজেদের উন্নতির জন্য। আমরা দেশের হয়ে প্রতিনিধিত্ব করছি। সুতরাং, ভুল করা চলবে না। সেটা মাথায় থাকে।’

Next Article