MS Dhoni on Virat Kohli: বিরাটের সঙ্গে সম্পর্ক কেমন? খোলসা করলেন ক্যাপ্টেন কুল…
IPL 2025, Chennai Super Kings vs Royal Challengers Bengaluru: ধোনি জাতীয় দলের ক্যাপ্টেন থাকাকালীন বিরাটকে তৈরি করেছিলেন পরবর্তী নেতা হিসেবে। আবার ওয়ান ডে-তে ক্যাপ্টেন্সি ছাড়ার পর বিরাটের নেতৃত্বে খেলেছেন ধোনিও। তাঁদের সম্পর্কের গভীরতা কতটা? খোলসা করলেন মহেন্দ্র সিং ধোনি।

কলকাতা: দাদা-ভাই, সতীর্থ নাকি বন্ধু? মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলির অন ফিল্ড কেমিস্ট্রি অনেকেই দেখেছে। কিন্তু মাঠের বাইরে! খারাপ সময়ে ধোনিই একমাত্র পাশে দাঁড়িয়েছিলেন, এর আগে এমন কথাই তুলে ধরেছিলেন বিরাট কোহলি। ধোনি জাতীয় দলের ক্যাপ্টেন থাকাকালীন বিরাটকে তৈরি করেছিলেন পরবর্তী নেতা হিসেবে। আবার ওয়ান ডে-তে ক্যাপ্টেন্সি ছাড়ার পর বিরাটের নেতৃত্বে খেলেছেন ধোনিও। তাঁদের সম্পর্কের গভীরতা কতটা? খোলসা করলেন মহেন্দ্র সিং ধোনি।
শুক্রবার সন্ধ্যায় চিপকে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দক্ষিণী ডার্বির আগে খোলামেলা মহেন্দ্র সিং ধোনি। বিরাটের সঙ্গে সম্পর্ক নিয়ে নানা কথাই বলেন মহেন্দ্র সিং ধোনি। জানালেন নিজেদের বন্ধুত্বের কথা। একসঙ্গে খেলার সময়কার নানা ছোট ছোট ঘটনা। চিপকে ম্যাচটা চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরু হলেও আকর্ষণের কেন্দ্রে ধোনি এবং কোহলিই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্মলগ্ন থেকে খেলছেন দু-জনেই। দেশের জার্সিতে একসঙ্গে খেলার নানা মধুর স্মৃতিও রয়েছে।
আরসিবির বিরুদ্ধে ম্যাচের আগে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে এক সাক্ষাৎকারে অনেক মুহূর্তের কথা তুলে ধরেন ধোনি। বলেন, “বিরাট এমন একজন ব্যাটসম্যান যে ৬০-৭০ রানে কখনও খুশি হতে পারে না। ও সব সময় চায় ১০০ করতে। ওর যে এই খিদে এটাই ওকে বড় প্লেযার বানিয়েছে। বিরাট নিজের ফিটনেস লেভেলকে যে ভাবে ধরে রেখেছে তা প্রশংসাযোগ্য। সেই ফিটনেস খেলার মাঠে সবসময়ই প্রমাণ করে। আমি যখন কেরিয়ারের শুরুর দিকে ওর সঙ্গে খেলা শুরু করেছিলাম, তখন থেকে ওর এই নিজের প্রতি খিদেটা ছিল। যা আজও ওর মধ্যে প্রতিটা মুহূর্তে দেখতে পাই।’
ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি ধোনি আরও যোগ করেন, “আমি যখন ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন ছিলাম তখন রোজ আমদের কথা হত। তবে আমাদের মধ্যে সবসময়ই সিনিয়র-জুনিয়র সম্পর্কটা বজায় থেকেছে। আমরা যত ভালো বন্ধুই হই, ওর সঙ্গে প্রথম সাক্ষাৎ থেকে সিনিয়র-জুনিয়রের এই সম্পর্কটা আজও একই রয়ে গিয়েছে। দু-জনেই এখন আর ক্যাপ্টেন নই। ফলে আইপিএলে টসের আগে অবধি একটু বেশি সময় কাটানোর সময় পাই।”
Two incredible cricketers. The men who rewrote the chasing manual! 🏏📜
Here’s what @msdhoni has to say about @imVkohli’s game and the special bond they share. ❤🤝💛
As these two legends face off, who will win this chapter of their epic battle?
Watch ‘𝐓𝐇𝐄 𝐌𝐒 𝐃𝐇𝐎𝐍𝐈… pic.twitter.com/G07SbIyhgs
— Star Sports (@StarSportsIndia) March 27, 2025





