India vs Australia: ফাইনালে কেন হার? ব্যাখ্যা করলেন ভারত অধিনায়ক

Feb 11, 2024 | 10:31 PM

ICC Under-19 World Cup Final: টুর্নামেন্টের শুরুতে ভারতকে কেন ফেভারিট ধরা হয়নি? এর প্রথম এবং প্রধান কারণ এশিয়া কাপের পারফরম্যান্স। বছর শেষে দুবাইতে হয়েছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। সেই অর্থে দাপট দেখিয়ে সেমিফাইনালে যেতে পারেনি ভারত। সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে বিদায়। এশিয়া কাপের দলটাকেই কার্যত ধরে রাখা হয়েছিল। গ্রুপ পর্বে ভারত পরপর জিততেই ফেভারিটের তালিকায় ঢুকে পড়ে। ফাইনাল অবধি সব ম্যাচেই জয়।

India vs Australia: ফাইনালে কেন হার? ব্যাখ্যা করলেন ভারত অধিনায়ক
Image Credit source: ICC

Follow Us

বেনোনি: যুব বিশ্বকাপে ষষ্ঠ ট্রফির লক্ষ্যে নেমেছিল ভারত। সেই প্রত্যাশা পূরণ হল না। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারতই। পাঁচ বারের চ্যাম্পিয়ন। এ বার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অস্ট্রেলিয়াও। যুব বিশ্বকাপে চতুর্থবার চ্যাম্পিয়ন হল তারা। অস্ট্রেলিয়া কি খুবই ভয়ঙ্কর দল? পুরো টুর্নামেন্টের নিরিখে এই বিশেষণ দেওয়া যায় না। বরং বিশ্বকাপ জেতার বিষয়ে এগিয়ে ছিল ভারতই। শুরুতে যদিও ভারতীয় দলকে ফেভারিট ধরা হয়নি। এর কারণও রয়েছে। তেমনই ফাইনালে হারের কারণও। রানার্স হয়ে যা বললেন ভারত অধিনায়ক উদয় সাহারণ। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

টুর্নামেন্টের শুরুতে ভারতকে কেন ফেভারিট ধরা হয়নি? এর প্রথম এবং প্রধান কারণ এশিয়া কাপের পারফরম্যান্স। বছর শেষে দুবাইতে হয়েছে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। সেই অর্থে দাপট দেখিয়ে সেমিফাইনালে যেতে পারেনি ভারত। সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে বিদায়। এশিয়া কাপের দলটাকেই কার্যত ধরে রাখা হয়েছিল। গ্রুপ পর্বে ভারত পরপর জিততেই ফেভারিটের তালিকায় ঢুকে পড়ে। ফাইনাল অবধি সব ম্যাচেই জয়। এর মধ্যে ট্রেন্ড দেখা গিয়েছে, প্রথমে ব্যাট করলেই বড় জয় পেয়েছে ভারত।

ভারতীয় ব্যাটিংয়ের গভীরতা অনেক। যদিও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭৪ রানে অলআউট। ক্যাপ্টেন উদয় সাহারণ বলেন, ‘ছেলেদের জন্য গর্বিত। পুরো টুর্নামেন্টেই ওরা ভালো খেলেছে। সাপোর্ট স্টাফদের থেকে যেমন অনেক কিছু শিখেছি, তেমনই ম্যাচ থেকেও।’ ফাইনালে কেন এমন হল! উদয়ের কথায়, ‘আমরা অনেক বেশি তাড়াহুড়ো করেছি। আরও সময় নেওয়া উচিত ছিল। অনেকেই বাজে শট খেলে আউট হয়েছে। প্রস্তুতিতে কোনও খামতি ছিল না। যদিও পরিকল্পনার বাস্তবায়ন হয়নি।’

Next Article