বেনোনি: ভারতের ব্যাটিং আক্রমণে তিন ভয়ঙ্কর ব্যাটার কারা? ম্যাচের রং পুরোপুরি বদলে দিতে পারেন, এমন তিন ব্যাটার নিঃসন্দেহে মুশির খান, আদর্শ সিং এবং ক্যাপ্টেন উদয় সাহারণ। এই তিন উইকেটই মাহলি বার্ডম্যানের ঝুলিতে। ফাইনালের মঞ্চে এই তিন উইকেট হারানোর পর ভারতের রাস্তা কঠিন হবে, সেটাই প্রত্যাশিত ছিল। হয়েছেও তাই। মুশির খান এবং উদয় সাহারণের উইকেটের সঙ্গেই যেন ভারতের রান তাড়ার স্বপ্ন চুরমার হয়ে যায়। আদর্শ সিং কিছুটা লড়াই করলেও লাভ হয়নি। ফাইনালে সেরার পুরস্কার। অজি পেসার বার্ডম্যানের ভবিষ্যৎ পরিকল্পনা কী? কার ছাত্র তিনি! দ্বিতীয়টা চমকে যাওয়ার মতোই। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
যুব বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে সফল দল ভারত। এ বার ফাইনালের আগে একটিও ম্যাচ হারেনি। একঝাঁক সেঞ্চুরি, হাফসেঞ্চুরি এসেছে ভারতীয় ব্যাটারদের সৌজন্যে। তাদের বিরুদ্ধে মাহলি বার্ডম্যানের বোলিং পরিসংখ্যান ৭-২-১৫-৩। ফাইনালে সেরার পুরস্কার জিতে বার্ডম্যান বলেন, ‘সব যেন হঠাৎ হয়ে গেল। বিশ্বাসই হচ্ছে না। দীর্ঘ পরিশ্রমের ফসল এটা। ভারত দুর্দান্ত ফর্মে ছিল। ওদের বিরুদ্ধে কতটা কঠিন লড়াই হবে সেটা জানাই ছিল।’ লড়াইটা অবশ্য জিতলেন বার্ডম্যানরাই।
অস্ট্রেলিয়া এবং পেস বোলিংয়ের প্রসঙ্গ উঠলে, একটা নাম নিঃসন্দেহে আসবে। কিংবদন্তি ডেনিস লিলি। আর এই মাহলি বার্ডম্যান সেই ডেনিস লিলির ছাত্র! কী সেই ঘটনা? বার্ডম্যানের বোলিংকে উন্নত করেছেন ডেনিস লিলি। প্রায় তিন বছর লিলির সান্নিধ্যে থাকার সুযোগ হয়েছে অজি তরুণ পেসার বার্ডম্যানের। রড ডুগান মুগ্ধ হয়েছিলেন বার্ডম্যানের বোলিং দেখে। ডেনিস লিলি এবং বার্ডম্যানের সেতু বন্ধনের কাজটি করেছিলেন ডুগান। কিন্তু নতুন ছাত্রকে শেখাতে রাজি ছিলেন না ডেনিস লিলি!
শুরুর দিকে সেটাই হয়েছিল। বিষয়টি খোলসা করেছিলেন বার্ডম্যানই। বলেছেন, ‘আসলে ডেনিস লিলির একটা নীতি রয়েছে। ১৬ বছরের কম বয়সিদের তিনি কোচিং করাতেন না। আমাকে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। সে সময় আমি ১৫। সে কারণেই আমাকে কোচিং করাতে রাজি হচ্ছিলেন না। অনেক চেষ্টার পর তাঁকে রাজি করাই। অন্তত কিছুক্ষণ যদি আমার বোলিং অন্তত দেখেন! পারথের নেটে বোলিং করি। তিনি দেখেন। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি।’
লিলির সেই ছাত্র এখন ভবিষ্যৎ তারকা! ফাইনালের পারফরম্যান্স দেখে বলাই যায়। বার্ডম্যান কিন্তু বিশাল লক্ষ্য নিয়ে এগতে নারাজ। পরিষ্কার জানিয়ে দিলেন, বিগ ব্যাশ এবং ঘরোয়া ক্রিকেটে অনেক বেশি খেলতে চান। পারফর্ম করতে পারলে সিনিয়র দলের দরজা খুলবেই, এ তো আর কোনও রহস্য নয়!