কলকাতা: রাজকোট টেস্টের আগে ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। বিরাট প্রাপ্তি হতে চলেছে দেশের দুই ক্রিকেটারের। ভারতীয় ক্রিকেটে তাঁদের অবদানের জন্য এ বার সৌরাষ্ট্র ক্রিকেটের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) এবং রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja)। তাঁরা দু’জনই সৌরাষ্ট্রের হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। চেতেশ্বর পূজারা তো চলতি রঞ্জি মরসুমেও সৌরাষ্ট্রের হয়ে খেলছেন। অন্যদিকে রবীন্দ্র জাডেজা আপাতত মাঠের বাইরে। তিনি দেশের মাটিতে হওয়া ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টের পর চোট পেয়েছিলেন। অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ৩ টেস্টের জন্য আবার ডাক পেয়েছেন তিনি।
১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রাজকোটে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। তার একদিন আগে, ১৪ ফেব্রুয়ারি সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হবে রবীন্দ্র জাডেজা ও চেতেশ্বর পূজারাকে। স্টেডিয়ামের নতুন নামকরণের অনুষ্ঠানে তাঁদের সংবর্ধনা জানানো হবে। জাডেজা দীর্ঘদিন ধরে জাতীয় দলে গেম চেঞ্জার হিসেবে নিজেকে প্রমাণিত করেছেন। তিনি বর্তমানে আইসিসির এক নম্বর টেস্ট অলরাউন্ডার। অন্যদিকে সিনিয়র ক্রিকেটার চেতেশ্বর পূজারা হলেন ১৩তম ভারতীয় ক্রিকেটার যিনি ১০০টি টেস্টে খেলেছেন।
সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জয়দেব শাহ বলেছেন, ‘স্টেডিয়ামের নতুন নামকরণের অনুষ্ঠানে পূজারা ও রবীন্দ্রকে সংবর্ধনা দেওয়া হবে।’ তাঁর কথায়, যদি দুই স্থানীয় ছেলে পূজারা ও জাডেজা একসঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার সুযোগ পেত তা হলে তাঁদের আরও ভালো লাগত। পূজারা দীর্ঘদিন জাতীয় দল থেকে দূরে রয়েছেন। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের কথায়, ‘আমি এই বিষয়ে (চেতেশ্বর পূজারার ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট না খেলা নিয়ে) বেশি কিছু বলতে পারব না। কারণ এটা টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সিদ্ধান্ত। তবে হ্যাঁ যদি ও খেলার সুযোগ পেত অবশ্যই আনন্দ হত। এটা এমন নয় যে ওর জন্য আমরা এখন গর্বিত নই, তবে খেলার সুযোগ পেলে আরও বেশি গর্বিত হতাম আমরা। ও ১০০-র বেশি টেস্টে খেলেছে। ভারতের হয়ে যেটা অনেকে করতে পারেনি। রাজকোটে ও টেস্ট খেলার সুযোগ পেল না, এটাও খেলারই অঙ্গ। যা স্বপ্ন দেখা হয় সবই তো পূরণ হয় না। ও অনেক পরিশ্রম করেছে। সৌরাষ্ট্র ওর জন্য গর্বিত।’