কলকাতা: বড় হলে মুখের আদলে বদল আসে অনেক বাচ্চারই। আবার অনেক বাচ্চা এমনও থাকে বড় হলেও চট করেই চিনতে পারা যায়। আজ তেমনই পুরনো এক ছবি আপনাদের দেখাচ্ছি (ওপরের ছবিতে)। দেখুন তো ছবিতে থাকা বাচ্চাকে চিনতে পারছেন কিনা? বিষয়টা একটু সহজ করে দেওয়া যাক। এই ছবিতে রয়েছেন একজন ক্রিকেটার। আরও একটু সহজ করে দেওয়া যাক সকলের জন্য। তিনি ভারতীয় ক্রিকেটার (Indian Cricketer)। এ বার নিশ্চিত ভাবে আপনারা ভাবা শুরু করেছেন কে হতে পারেন ওই ক্রিকেটার? এ বার বিস্তারিত জানানো যাক।
ছবিতে রয়েছে দুটি বাচ্চা ও এক মহিলা। একটি বাচ্চা মেয়ে ও একটি বাচ্চা ছেলে। এক ঝলকে হঠাৎ করে দেখলে যে কোনও ক্রিকেট প্রেমী বাচ্চা মেয়েটিকে ভাবতে পারেন ভারতীয় মহিলা ক্রিকেট টিমের তারকা স্মৃতি মান্ধানা। কারণ, এই বাচ্চা মেয়েটির হাসির সঙ্গে স্মৃতি মান্ধানার হাসির মিল রয়েছে। কিন্তু ওই বাচ্চা মেয়েটি ভারতীয় ক্রিকেটার নয়। বরং ওই বাচ্চা মেয়েটির বাঁ দিকে থাকা পুঁচকে ছেলের যে ছবিটি রয়েছে সেটি টিম ইন্ডিয়ার এক সুপারস্টারের। এ বার কী বুঝতে পারছেন, ছবিতে থাকা ক্রিকেটার কে?
Guess the player, but don’t use the real name. 😁 pic.twitter.com/bponYf2vUR
— Vipin Tiwari (@Vipintiwari952_) February 10, 2024
এ বার জানিয়ে দেওয়া যাক। ছবিটি আসলে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ছেলেবেলার। তাঁর সঙ্গে রয়েছেন দিদি ভাবনা কোহলি ও মা সরোজ কোহলি। ছেলেবেলায় বিরাট ভীষণ মিষ্টি ছিলেন। এই ছবিটি নেটদুনিয়ায় ঘোরাফেরা করছে। ২০১৮ সালের রাখী পূর্ণিমাতে বিরাট কোহলি তাঁর দিদির সঙ্গে এই ছবি শেয়ার করে তাঁকে রাখী বন্ধনের শুভেচ্ছা জানিয়েছিলেন।
Throwback to fond memories with @bhawnadhingra2 Didi 😊
Wishing a very Happy #Rakhi to all the sisters around the world. #Rakhshabandhan pic.twitter.com/ZaBwuqaDNu— Virat Kohli (@imVkohli) August 26, 2018
বর্তমানে ২২ গজ থেকে দূরে রয়েছেন কিং কোহলি। দেশের মাটিতে চলছে ইংল্যান্ডের বিরুদ্ধ ৫ ম্যাচের টেস্ট সিরিজ। কিন্তু তাঁতে খেলছেন না বিরাট। তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন। বিরাটের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে বিসিসিআই। এ বার দেখার তিনি কবে আবার মাঠে ফেরেন। শোনা গিয়েছে, অনুষ্কা শর্মা দ্বিতীয়বার প্রেগন্যান্ট। যে কারণে বিরাট ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছেন না। কিন্তু পুরোটাই গুঞ্জন। বিরাটের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে না খেলার আসল কারণ জানা যায়নি।