Harmanpreet Kaur: বোলিং-ফিল্ডিংকেই কৃতিত্ব দিচ্ছেন হরমনপ্রীত

Women's Asia Cup 2022: পুরো টুর্নামেন্টে নানা পরীক্ষা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। সব পরীক্ষা সফল হয়েছে তা নয়। তবে একটা প্রাথমিক কম্বিনেশন বেছে নেওয়া সম্ভব হয়েছে।

Harmanpreet Kaur: বোলিং-ফিল্ডিংকেই কৃতিত্ব দিচ্ছেন হরমনপ্রীত
Image Credit source: ACC Media
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2022 | 4:49 PM

সিলেট : বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে রূপো। এশিয়া কাপ (Women’s Asia Cup) সেরা । ইংল্যান্ডে দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজ জয়। অধিনায়ক হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur) মুকুটে একের পর এক নতুন পালক জুড়ছে। অধরা বিশ্বকাপ কি আগামী বছর আসবে? বিশ্বকাপের এখনও কয়েক মাস বাকি। হরমনপ্রীত কিংবা ভারতীয় দলের কাছে নয়। তাদের কাছে, বিশ্বকাপ খুব কাছে। প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে নারাজ। ভারতে মহিলা ক্রিকেটে জোয়ার এসেছে ২০১৭ সালে। ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। ট্রফি আসেনি যদিও। মাত্র ৯ রানে হার। ২০২০ সালে টি-টোয়েন্টি (T20I) বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল ভারত। সেটাই প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠা। সেখানেও হার। বহুদেশীয় প্রতিযোগিতায় আরও একটা হতাশা ছিল বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে। অনবদ্য পারফরম্যান্সে ফাইনালে উঠলেও সোনার পদকের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে মাত্র ৯ রানে হার। এশিয়া কাপে বিরাট জয় আগামী বিশ্বকাপের জন্য বাড়তি আত্মবিশ্বাস জোগাবে ভারতীয় শিবিরে।

সপ্তম বার এশিয়া কাপ জিতল ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারাল ভারত। পুরো টুর্নামেন্টে নানা পরীক্ষা করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। সব পরীক্ষা সফল হয়েছে তা নয়। তবে একটা প্রাথমিক কম্বিনেশন বেছে নেওয়া সম্ভব হয়েছে। এশিয়া কাপের ফাইনালে ভারতীয় বোলিংয়ের পাশাপাশি বাড়তি কৃতিত্ব দিতে হবে ফিল্ডিংকে। অধিনায়ক হরমনপ্রীত কৌরও তাই দিচ্ছেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হরমন বলেন, ‘এই ম্যাচে বোলারদের বাড়তি কৃতিত্ব দিতে হবে। আর আমাদের ফিল্ডিং অনবদ্য হয়েছে। দলের মধ্যে এটাই আলোচনা হয়েছিল, একটা রানও আমরা সহজে দেব না। প্রথম বল থেকেই অনবদ্য ফিল্ডিং হয়েছে। ভালো বোলিং হলে সঠিক জায়গায় ফিল্ডার রাখাও জরুরি। আমরা সেটা করতে পেরেছি।’

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। তাদের পরিকল্পনা ছিল বড় রান করে স্পিন দিয়ে ভারতকে চাপে ফেলা। পিচের চরিত্রই যেন বুঝতে পারেনি তারা। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে জোড়া রান আউট। ভারত অধিনায়ক হরমনপ্রীত বলেন, ‘আমরা পিচটা ভালো বুঝতে পেরেছি। সেই অনুয়ায়ী ফিল্ডিং সাজাতে হত।’ মাত্র ৬৬ রানের লক্ষ্য। ব্যাটিংয়ে আত্মতুষ্টি কাজ করেনি? হরমন বলেন, ‘সত্যি বলতে আমরা স্কোর বোর্ড দেখিনি। নিজেদের মধ্যে ছোট লক্ষ্য ধরে এগোচ্ছিলাম। আমাদের কাজ গুলো সম্পূর্ণ করতে হত। শেষ অবধি পেরেছি।’