India vs West Indies: ‘আইপিএলের অভিজ্ঞতা’, ম্যাচ জিতিয়ে বললেন অক্ষর

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Jul 25, 2022 | 10:00 AM

৩৫ বলে ৬৪ রানের ইনিংসে ৩ টি বাউন্ডারি এবং ৫ টি ওভার বাউন্ডারি অক্ষরের।

India vs West Indies: আইপিএলের অভিজ্ঞতা, ম্যাচ জিতিয়ে বললেন অক্ষর
সিরিজ জয়ের মুহূর্ত।
Image Credit source: TWITTER

Follow Us

 

পোর্ট অব স্পেন : শেষ ১০ ওভারে প্রয়োজন আরও ১০০ রান। ৩১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মিডল অর্ডারের বড় অবদান। কিন্তু শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), সঞ্জু স্যামসনরা (Sanju Samson) ফিরতেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে যেন জয়ের অনুভূতি। সিলেবাসের বাইরের প্রশ্নের মতো ব্যাটিং অক্ষর প্যাটেলের (Axar Patel)। শেষ ওভারে ছয় মেরে ম্যাচ জেতালেন। ৩৫ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস। বল হাতেও অবদান রেখেছেন। ৯ ওভারে ১ টি মেডেন সহ ৪০ রানে ১ উইকেট। ম্যাচের সেরার পুরস্কার জিতলেন অক্ষর প্যাটেল। প্রতিপক্ষ অধিনায়ক নিকোলাস পুরানের মতে, ‘শেষ ওভারে হার আমাদের। অক্ষর অনবদ্য একটা ইনিংস খেলল। আমরা স্নায়ুর চাপ ধরে রাখতে পারিনি। শেষ পাঁচ ওভারে কিছুই ঠিকঠাক করতে পারিনি।’

অক্ষর প্যাটেলকে কোনও স্নায়ুর চাপে ভুগতে দেখা যায়নি। তাঁর কাছে শেষ ১০ ওভারে ১০০ রান তোলা যেন খুব সহজ! ম্যাচ শেষে অক্ষরের কথায় তেমনটাই ধরা পড়ল। অধিনায়ক শিখর ধাওয়ানকে পাশে নিয়ে বলেন, ‘খুবই স্পেশাল মুহূর্ত। সিরিজ জয়ে অবদান রাখতে পারা দারুণ অনুভূতি। ক্রিজে নামার সময় লক্ষ্য ছিল, ওভারে ১০-১১ তোলার চেষ্টা করব। আইপিএলের অভিজ্ঞতা থেকেই মনে হয়েছিল, এটা সম্ভব। মাথা ঠাণ্ডা রেখে আস্কিং রেট নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছি। ২০১৭ সালের পর ওডিআই ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছি। ওয়ান ডে কেরিয়ারের প্রথম অর্ধশতরানও এখানেই পেলাম। সিরিজ জয় আনন্দ কয়েক গুন বাড়িয়ে দিয়েছে।’ বাঁ হাতি অক্ষরের বিরুদ্ধে বাঁ হাতি স্পিনার আকিল হোসেনকে বোলিং করানোর ফাটকা কাজে লাগেনি ওয়েস্ট ইন্ডিজের। ৩৫ বলে ৬৪ রানের ইনিংসে ৩ টি বাউন্ডারি এবং ৫ টি ওভার বাউন্ডারি অক্ষরের।

 

মাইলফলকের ম্যাচে হারের হতাশায় মাঠ ছাড়তে হল শাই হোপকে। শততম একদিনের আন্তর্জাতিক ম্যাচে শতরান। তালিকায় নাম ছিল গর্ডন গ্রিনিজ, ক্রিস কেয়ার্নস, মহম্মদ ইউসুফ, কুমার সাঙ্গাকারা, ক্রিস গেইল, মার্কাস ট্রেসকোথিক, রামনরেশ সারওয়ান, ডেভিড ওয়ার্নার এবং শিখর ধাওয়ানের। ১২৫ তম ডেলিভারিতে বিশাল ছয় মেরে শতরান। তালিকায় নাম লেখান শাই হোপ। ৪৯ তম ওভারে আউট হয়ে ফেরার সময় পিঠ চাপরে দিলেন মহম্মদ সিরাজ। সাবাশি দিলেন শ্রেয়সও। মাইলফলকের ম্যাচে অনবদ্য একটা ইনিংস। গর্বিত শাই হোপ বলেন, ‘শততম ম্যাচে শতরান করতে পারাটা দারুণ অনুভূতি।’ দল জিততে না পারায়, আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হল।

Next Article