বার্বাডোজ : শুধু ক্রিকেট নয়, যে কোনও আউটডোর গেমে ফিটনেস খুব গুরুত্বপূর্ণ। আর ক্রিকেটে তো আজকাল ফিটনেসই শেষ কথা। ফিটনেস টেস্টে না উতরোতে পারলে সবই বৃথা। এমন সময়েও নির্দ্বিধায় আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাচ্ছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার রকিম কর্নওয়াল (Rahkeem Cornwall)। তাঁর ক্রিকেট প্রতিভা নিয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু ফিটনেসের দিক থেকে একেবারে ফেল রকিম। এই দীর্ঘদেহী ক্রিকেটারের ওজন বর্তমানে ১৪৩ কেজি। উচ্চতা ৬ ফুটেরও বেশি। এমন ওজনদার ক্রিকেটারকে ২২ গজে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। বিশাল শরীর নিয়ে দৌড়তে গেলেই ফাঁপরে পড়েন। রান নিতে, ফিল্ডিং করতে গিয়ে হিমশিম খান। এমন আনফিট ক্রিকেটার আবার টি ২০ ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলেন। বৃহস্পতিবার রাতে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে সেই রকিম হাস্যকরভাবে রান আউট হয়েছেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।
ভুঁড়িওয়ালা, নাদুস নুদুস চেহারার রকিম কর্নওয়ালের ক্রিকেটার হওয়াটাই অনেকের কাছে বিস্ময়ের। সেই তিনিই বিস্ময়করভাবে আউট হলেন। টেস্ট ফরম্যাটে তাও সামলে ওঠা যায়। কিন্তু টি ২০তে বাউন্ডারি আটকাতে, রান চুরি করতে হলে মাঠে রীতিমতো চটপটে না হলে কাজ চলবে কীভাবে? ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে বার্বাডোজ রয়্যালসের হয়ে খেলছেন রকিম। সেন্ট লুসিয়া কিংসের বিরুদ্ধে ব্যাট করছিলেন তিনি। প্রথম বলটি শর্ট ফাইন লেগের দিকে খেলার চেষ্টা করেন। সেখানে ছিলেন ফিল্ডার ক্রিস সোল। রকিম যখন জগিং করার ভঙ্গিতে রান নেওয়ার জন্য দৌড়চ্ছেন তখন সোলে সরাসরি থ্রোয়ে কর্নওয়ালের উইকেট ভেঙে দেন। এমন আউটে ধারাভাষ্যকাররাও হাসি চেপে রাখতে পারেননি।
Tonight’s @BetBarteronline magic moment is the run out of Rahkeem Cornwall that set the Saint Lucia Kings off on a fantastic PowerPlay! #CPL23 #SLKvBR #CricketPlayedLouder #BiggestPartyInSport #BetBarter pic.twitter.com/HgDtLWTjmK
— CPL T20 (@CPL) August 18, 2023
দলীয় ১ রানে উইকেট হারায় বার্বাডোজ। ম্যাচটিও জিততে পারেনি বার্বাডোজ রয়্যালস। সেন্ট লুসিয়া কিংস প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২০১ রানের বড় স্কোর গড়েছিল। ম্যাচটি ৫৪ রানে হেরে গিয়েছে বার্বাডোজ।