ICC World Cup Logo Symbols: বিশ্বকাপে ‘নবরস’! ৯টি চিহ্নের অর্থ কী জানেন?

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Nov 07, 2023 | 7:00 AM

আইসিসির মতে, একটি ওডিআই ম্যাচ দেখার সময় ৯ ধরনের আবেগ ফুটে ওঠে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। নিজের প্রিয় দল কিংবা প্রিয় ক্রিকেটারের ব্যর্থতায় ক্রিকেট প্রেমীরা যন্ত্রণা পান। আবার সেই ম্যাচে ক্রিকেটারদের সাহসের সঙ্গেও দর্শকরা পরিচিত হন। আবার ক্রিকেটারদের সেই সাহসী মানসিকতা, পারফরম্যান্স দেখে দর্শকরা আনন্দ পান।

ICC World Cup Logo Symbols: বিশ্বকাপে নবরস! ৯টি চিহ্নের অর্থ কী জানেন?
বিশ্বকাপে 'নবরস'! ৯টি চিহ্নের অর্থ কী জানেন?

Follow Us

নয়াদিল্লি: ‘ইট টেকস ওয়ান ডে…’ ভারতে চলতি ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) প্রচারাভিযানের নাম। সারা বিশ্বের আপামর ক্রিকেট ভক্তরা বিশ্বকাপে এই ‘নবরস’ এর স্বাদ পাচ্ছেন। বিশ্বকাপ শুরু হওয়ার আগে এই নবরস নিয়ে আলোচনা হয়েছিল। আসলে একটি ক্রিকেট ম্যাচ দেখার সময় সাধারণত ক্রিকেট ভক্তরা যে সকল অনুভূতি প্রকাশ করেন, তা-ই তুলে ধরা হচ্ছে ‘নবরস’ এর মাধ্যমে। এ বারের বিশ্বকাপে নবরসের ৯টি চিহ্নের অর্থ কী জানেন? বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

রইল এ বারের বিশ্বকাপে নবরসের ৯টি চিহ্নের অর্থ —

  • আনন্দ – এই প্রতীকটি ভক্তদের দ্বারা অনুভূত উচ্ছ্বাসকে প্রকাশ করে। যখন ক্রিকেট ভক্তদের প্রিয় দল কোনও ম্যাচে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে বা যখন তাঁদের প্রিয় ক্রিকেটার সেঞ্চুরি করেন তখন দর্শদের বিরাট আনন্দ হয়।
  • শক্তি – এই চিহ্নটি একজন ক্রিকেটারের শক্তিকে তুলে ধরে। টুর্নামেন্টে একজন ক্রিকেটার একটি চার বা ছক্কা মারলেই এই অনুভূতি হয় ভক্তদের।
  • সম্মান – এই চিহ্নটির মাধ্যমে ভক্তরা তাঁদের প্রিয় ক্রিকেটার এবং ক্রিকেটাররা তাঁদের সতীর্থ ক্রিকেটারদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, জেতানোর জন্য ক্রিকেটারদের অনবদ্য ইনিংস দেখলে তাঁদের প্রতি সম্মান জন্মে।
  • গর্ব – যে কোনও ক্রিকেট ভক্তরা গর্বিত বোধ করে যখন ম্যাচের আগে তাঁর দেশের জাতীয় সঙ্গীত হয়। ওই সময় অনেকেই গর্বিত বোধ করে।
  • সাহসিকতা – শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও একজন ক্রিকেটার তাঁর দলের প্রতি যখন অটল থাকেন, প্রতিশ্রুতি পূরণ করেন তখন সেই ক্রিকেটারের সাহসিকতার কথা ফুটে ওঠে দর্শকদের মধ্যে।
  • গৌরব – বিশ্বকাপ খেতাব অর্জন এবং সাফল্যের শিখরে পৌঁছে গেলেই এই গৌরবান্বিত অনুভূতি হয়।
  • আশ্চর্য – একটি বিশ্বকাপে ঘটে যাওয়া অসাধারণ এবং অপ্রত্যাশিত ঘটনাগুলি এই চিহ্নকে পুরোপুরি ফুটিয়ে তোলে।
  • আবেগ – এই চিহ্নটি খেলাধুলার প্রতিটি অনুরাগী, ক্রীড়াবিদ এবং উৎসাহীদের মধ্যে ফুটে ওঠে।
  • হতাশা – এই প্রতীকটি যন্ত্রণার অনুভূতির প্রতিনিধিত্ব করে। কোনও দল যখন হারে, তাদের সমর্থকদের এই অনুভূতি হয়।

আইসিসির মতে, একটি ওডিআই ম্যাচ দেখার সময় ৯ ধরনের আবেগ ফুটে ওঠে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। নিজের প্রিয় দল কিংবা প্রিয় ক্রিকেটারের ব্যর্থতায় ক্রিকেট প্রেমীরা যন্ত্রণা পান। আবার সেই ম্যাচে ক্রিকেটারদের সাহসের সঙ্গেও দর্শকরা পরিচিত হন। আবার ক্রিকেটারদের সেই সাহসী মানসিকতা, পারফরম্যান্স দেখে দর্শকরা আনন্দ পান। মুহূর্তের মধ্যে ক্রিকেট ম্যাচ দেখতে দেখতে ফ্যানেরা আবেগে ভেসে যান। ক্রিকেট মানে অবশ্যই উল্লেখ করতে হবে শক্তির ব্যবহারের কথা। প্রিয় দলের জয়ের গৌরবে এক ধরনের আবেগও তৈরি হয়।