জাতীয় দলে কবে ফিরবেন মহম্মদ সামি? ভারতীয় ক্রিকেট প্রেমীরা সেই অপেক্ষাতেই রয়েছেন। ওয়ান ডে বিশ্বকাপের পর চোটের কারণে মাঠের বাইরে ভারতের তারকা পেসার মহম্মদ সামি। অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন। বেশ কিছুদিন আগেই নেটে বোলিংয়ের ভিডিয়ো শেয়ার করেছিলেন সামি। সামনেই বাংলাদেশের বিরুদ্ধে দু-ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে। সেই সিরিজেই প্রত্যাবর্তন হবে কিনা নিশ্চিত নয়। সামি প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। জাতীয় দলে ফেরার জন্য ফিটনেস টেস্টও দিতে হবে। দলীপ ট্রফিতে দেখা যেতে পারে সামিকে। এ বার ব্যাটিংয়ের ভিডিয়ো শেয়ার করলেন সামি।
মহম্মদ সামির বোলিং পারফরম্যান্স নতুন করে বলার অপেক্ষা রাখে না। ফরম্যাট যাই হোক, বিশ্বের অন্যতম সেরা পেসার। তেমনই তাঁর ব্যাটের হাতও খুবই ভালো। ইংল্যান্ডের মাটিতে টেস্টে হাফসেঞ্চুরিও রয়েছে। এ ছাড়া প্রথম শ্রেনির ক্রিকেটেও দুটি হাফসেঞ্চুরি। তাঁর ব্যাটিং তাণ্ডব দেখেছিলেন ইংল্যান্ড বোলাররা। অনেক ম্যাচেই ব্যাট হাতে ক্যামিও ইনিংস উপহার দিয়েছেন। এ বার নেটেও ঝড় তুললেন।
নিজের ব্যাটিং প্র্যাক্টিসের ভিডিয়ো শেয়ার করে ভারতের তারকা পেসার লিখেছেন, ‘যখন কোনও বোলার হাতে ব্যাট তুলে নেয়, অপ্রত্যাশিত কিছুই প্রত্যাশিত থাকে।’ ব্যাট হাতে নেটে একের পর এক বড় শট খেলছেন মহম্মদ সামি। ম্যাচেও তাঁর খেলার স্টাইল এমনই। উইকেট পড়লে পড়বে। কিন্তু সুযোগ পেলে তিনি যে বোলারকে গ্যালারিতেই পাঠাবেন, এমন চেষ্টাই থাকে। যে ছন্দে ব্যাট করছিলেন, যেন ম্যাচে নেমে পড়তে তৈরি। অপেক্ষা এখন জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তনের।