ব্রিসবেন: ক্রিকেট জ্বরে আক্রান্ত গোটা বিশ্ব। টি২০ বিশ্বকাপ ২০২২ (T20 World Cup 2022), শুভ সূচনা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। গ্রুপ স্টেজের প্রথম ম্যাচে অপ্রত্যাশিত ভাবে শ্রীলঙ্কাকে পর্যদুস্ত করেছে নামিবিয়া। ২২ অক্টোবর, শনিবার থেকে সুপার ১২ স্টেজ শুরু হতে চলেছে। এ বারের বিশ্বকাপে নামজাদা খেলোয়াড়রা ছাড়াও অংশগ্রহণকারী ১৬টি দেশের কোচ ও কোচিং স্টাফ হিসেবে বেশ কিছু বিশ্বসেরা প্রাক্তন ক্রিকেটার দায়িত্বে রয়েছেন। এই টুর্নামেন্টের কথা মাথায় রেখে অনেক দেশই তাদের দলে অভিজ্ঞ প্রাক্তনদের জায়গা দিয়েছেন। বিশ্ব ক্রিকেটের প্রবাদপ্রতিম বেশ কিছু ক্রিকেটারকে এ বারের বিশ্বকাপে কোচ ও কোচিং স্টাফের ভূমিকায় দেখা যাবে। কোন দেশের কোচ কে? কোচিং স্টাফের দায়িত্বই বা কাদের কাঁধে? এক নজরে দেখে নেওয়া যাক…
১) অস্ট্রেলিয়া
কোচ: অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড
সহকারী কোচ: ড্যানিয়েল ভেট্টোরি, আন্দ্রে বোরোভেক
ব্যাটিং কোচ: মাইকেল ডি ভেনুটো
২) আফগানিস্তান
কোচ: জোনাথন ট্রট
সহকারী কোচ: রইস আহমদজাই
ব্যাটিং কোচ: নওরোজ মঙ্গল
বোলিং কোচ: উমর গুল
৩) বাংলাদেশ
টেকনিক্যাল কনসাল্টটেন্ট: শ্রীধরন শ্রীরাম
ব্যাটিং কোচ: জেমি সিডন্স
বোলিং কোচ: অ্যালান ডোনাল্ড
স্পিন বোলিং কোচ: রঙ্গনা হেরাথ
ফিল্ডিং কোচ: শেন ম্যাকডারমট
৪) ইংল্যান্ড
কোচ: ম্যাথু মট
সহকারী কোচ: রিচার্ড ডসন, কার্ল হপকিনসন
কোচিং পরামর্শদাতা: মাইক হাসি, ডেভিড সাকার
৫) ইন্ডিয়া
কোচ: রাহুল দ্রাবিড়
ব্যাটিং কোচ: বিক্রম রাঠৌর
বোলিং কোচ: পরস মামব্রে
ফিল্ডিং কোচ: টি দিলীপ
৬) নিউজিল্যান্ড
কোচ: গ্যারি স্টেড
সহকারী কোচ: লুক রাইট, ডিওন ইব্রাহিম
ব্যাটিং কোচ: লুক রঞ্চি, ডিন ব্রাউনলি
বোলিং কোচ: শেন জার্গেনসেন, গ্রায়েম অলড্রিজ
৭) পাকিস্তান
কোচ: সাকলিন মুস্তাক
মেন্টর: ম্যাথু হেডেন
সহকারী কোচ: শহীদ আসলাম
ব্যাটিং কোচ: মহম্মদ ইউসুফ
বোলিং কোচ: শন টেট
ফিল্ডিং কোচ: আব্দুল মজিদ
৮) দক্ষিণ আফ্রিকা
কোচ: মার্ক বাউচার
ব্যাটিং কোচ: জাস্টিন স্যামন্স
বোলিং কোচ: চার্ল ল্যাঞ্জেভেল্ট
ফিল্ডিং কোচ: জাস্টিন অন্টং
৯) আয়ারল্যান্ড
কোচ: হেনরিখ মালান
ব্যাটিং ও উইকেট কিপিং কোচ: গ্যারি উইলসন
পেস বোলিং কোচ: রায়ান ঈগলসন
স্পিন বোলিং কোচ: নাথান হাউরিৎজ
১০) নামিবিয়া
কোচ: পিয়ের ডু ব্রুইন
সহকারী কোচ: রিচার্ড দাস নেভেস
১১) নেদারল্যান্ডস
কোচ: রায়ান কুক
সহকারী কোচ: পিটার বোরেন
ব্যাটিং পরামর্শদাতা: গ্যারি কার্স্টেন
পরামর্শদাতা: ড্যান ক্রিশ্চিয়ান
১২) স্কটল্যান্ড
কোচ: শেন বার্গার
সহকারী এবং ফাস্ট বোলিং কোচ: ক্রেগ রাইট
১৩) শ্রীলঙ্কা
কোচ: ক্রিস সিলভারউড
সহকারী কোচ: নাভিদ নওয়াজ
পরামর্শক কোচ: মাহেলা জয়াবর্ধনে
স্পিন বোলিং কোচ: পিয়াল উইজেতুঙ্গে
ফাস্ট বোলিং কোচ: লাসিথ মালিঙ্গা
১৪) ইউনাইটেড আরব এমিরেটস
কোচ: রবিন সিং
সহকারী কোচ: নাজিব ওমর
১৫) ওয়েস্ট ইন্ডিজ
কোচ: ফিল সিমন্স
সহকারী কোচ: ট্রেভর পেনি
ব্যাটিং কোচ: মন্টি দেশাই
বোলিং কোচ: রডি এস্টউইক
ফিল্ডিং কোচ: রায়ন গ্রিফিথ
১৬) জিম্বাবোয়ে
কোচ: ডেভিড হাউটন
সহকারী কোচ: স্টুয়ার্ট মাতসিকেনেরি
বোলিং কোচ: স্টিভেন কিরবি
ফিল্ডিং কোচ: শেফার্ড মাকুনুরা