Ravichandran Ashwin: রবিচন্দ্রন অশ্বিনের জায়গা কে নিতে পারেন? দীনেশ কার্তিকের নজরে…

Aug 24, 2024 | 6:31 PM

India vs Bangladesh Series: ধরে নেওয়া যায় আরও তিনটে বছর অন্তত খেলবেন রবি অশ্বিন। এরপর কে? তাঁর মতো ভরসাযোগ্য অফস্পিনার এবং ব্যাটার কে হয়ে উঠতে পারেন! দীনেশ কার্তিকের নজরে তেমনই একজন রয়েছেন, যিনি ভবিষ্যতে অশ্বিনের এই দায়িত্ব পালন করতে পারেন।

Ravichandran Ashwin: রবিচন্দ্রন অশ্বিনের জায়গা কে নিতে পারেন? দীনেশ কার্তিকের নজরে...
Image Credit source: X

Follow Us

টেস্ট ক্রিকেটে ভারতীয় বোলিং আক্রমণের অন্যতম ভরসা রবিচন্দ্রন অশ্বিন। শুধু বোলিংয়েই বা কেন, চাপের মুখে ব্যাট হাতেও ভরসা দেন। অশ্বিনকে অলরাউন্ডার বলাই শ্রেয়। টেস্টে ভারতের দ্বিতীয় বোলার হিসেবে ৫০০ কিংবা তার বেশি উইকেটের রেকর্ড রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। একটা সময় তিন ফরম্যাটেই ভারতের ভরসা ছিলেন। সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে ক্রমশ পিছিয়ে পড়েছেন। কেরিয়ারে ১০০ টেস্টে ৫১৬ উইকেট রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। ধরে নেওয়া যায় আরও তিনটে বছর অন্তত খেলবেন রবি অশ্বিন। এরপর কে? তাঁর মতো ভরসাযোগ্য অফস্পিনার এবং ব্যাটার কে হয়ে উঠতে পারেন! দীনেশ কার্তিকের নজরে তেমনই একজন রয়েছেন, যিনি ভবিষ্যতে অশ্বিনের এই দায়িত্ব পালন করতে পারেন।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিক বলেন, ‘নিঃসন্দেহে ভারতীয় টিম ম্যানেজমেন্ট পরবর্তী প্রজন্মের এক অফস্পিনার খুঁজছে। দেশের মাটিতে ইংল্যান্ড এ দলের বিরুদ্ধে ভারত এ দলে ছিলেন পুলকিত নারাং, ওয়াশিংটন সুন্দর, সারাংশ জৈন। এদের মধ্যে ওয়াশিংটন সুন্দরকেই এগিয়ে রাখা যায়। অশ্বিনের বিকল্প হয়ে উঠতে পারেন সুন্দর। সীমিত সুযোগ কাজে লাগিয়েছে। আমার মনে হয়, অশ্বিনের পর এই দায়িত্বটা ওয়াশিংটন সুন্দরই পাবে।’

টেস্ট ক্রিকেটে এখন আর সেই অর্থে টার্নিং পিচ পাওয়া যায় না। ম্যাচের রেজাল্ট প্রয়োজন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট প্রয়োজন। ফলে ম্যাচ জিততে প্রতিপক্ষর ২০টা উইকেট নেওয়া জরুরি। সে কারণে দলে এমন বোলারই প্রয়োজন যিনি পিচ কিংবা পরিস্থিতির উপর অতিরিক্ত নির্ভর হবেন না। অশ্বিন তেমনই একজন বোলার। সামনেই ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ। এরপর নিউজিল্যান্ড এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল। স্বাভাবিক ভাবেই এই সিরিজগুলিতে বাড়তি নজর থাকবে অশ্বিনের দিকেই।

Next Article