GT vs RR IPL 2022 Match Prediction: ফাইনালে হোম অ্যাডভান্টেজ নিতে চায় গুজরাত, বদলার ম্যাচ রাজস্থানের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

May 29, 2022 | 9:00 AM

GT vs RR IPL 2022 Match Prediction: আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দু'বার মুখোমুখি হয়েছে গুজরাত টাইটান্স। ২টো ম্যাচেই জিতেছে গুজরাত। রাজস্থানের কাছে এই ম্যাচ তাই বদলার।

GT vs RR IPL 2022 Match Prediction: ফাইনালে হোম অ্যাডভান্টেজ নিতে চায় গুজরাত, বদলার ম্যাচ রাজস্থানের
আইপিএলের মেগা ফাইনালে গুজরাত-রাজস্থান দ্বৈরথ।

Follow Us

মোতেরা: আমদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আইপিএলের (IPL 2022) মেগা ফাইনালে মুখোমুখি গুজরাত টাইটান্স (Gujarat Titans)-রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। এ যেন ঠিক পয়েন্ট টেবিলের এক বনাম দুইয়ের লড়াই। ইডেনে রাজস্থানকে প্রথম কোয়ালিফায়ারে হারিয়ে আগেই ফাইনালে পৌঁছে যায় গুজরাত টাইটান্স। দ্বিতীয় কোয়ালিফায়ারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছে রাজস্থান রয়্যালস। আইপিএলে আবির্ভাবেই চমকে দিয়েছে গুজরাত। এ বার চ্যাম্পিয়ন হয়ে নজির গড়তে চান হার্দিক পান্ডিয়ারা। আইপিএলে প্রথম বার খেলতে নেমেই চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড একমাত্র রাজস্থান রয়্যালসের দখলেই আছে। ২০০৮ সালে আইপিএলের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয় রাজস্থান। এরপর ১৪ বছর কোনও সাফল্য নেই। ফের চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রাজস্থানের সামনে। শেন ওয়ার্নের আশীর্বাদ যেন ঝরে পড়ছে বাটলারদের উপরে। তবে গুজরাত ফাইনাল খেলবে ঘরের মাঠে। হোম অ্যাডভান্টেজকে কাজে লাগিয়েই ট্রফি তুলতে চান হার্দিকরা।

আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দু’বার মুখোমুখি হয়েছে গুজরাত টাইটান্স। ২টো ম্যাচেই জিতেছে গুজরাত। রাজস্থানের কাছে এই ম্যাচ তাই বদলার।

রাজস্থান দলে একজনই নায়ক। জস দ্য বস। আইপিএলে এরই মধ্যে ৪টে সেঞ্চুরি করে ফেলেছেন বাটলার। প্রথম কোয়ালিফায়ারে রাজস্থান হারলেও, বাটলারের ৮৯ দলের স্কোরবোর্ডকে ২০০ রানের কাছাকাছি নিয়ে গিয়েছিল। আরসিবির বিরুদ্ধেও দাপুটে সেঞ্চুরি করেন। স্বপ্নের ফর্মে আছেন ইংল্যান্ডের ওপেনার। ফাইনালে গুজরাতের বিরুদ্ধে সেঞ্চুরি করে বিরাটের রেকর্ড ভেঙে দিতে চান বাটলার। গুজরাতের শক্তপোক্ত বোলিং লাইনআপকে বেলাইন করাই লক্ষ্য জস দ্য বসের। এছাড়া সঞ্জু স্যামসন, দেবদত্ত পাড়িক্কল, শিমরন হেটমেয়ার, যশস্বী জসওয়ালের মতো বিগ হিটাররা আছেন দলে।

বোলিং বিভাগে আছেন ট্রেন্ট বোল্ট, ম্যাকোয়, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিনরা। আরসিবির বিরুদ্ধে বেশ ভালো করেন বোল্টরা। তবে চাহালই হঠাৎ অফ ফর্মে। উইকেটও পাচ্ছেন না। ফাইনালে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য চাহালের। গুজরাতের ব্যাটিং লাইনআপকে শেষ করতে চান রাজস্থানের বোলাররা।

গুজরাত দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে। রোজই কেউ না কেউ দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঋদ্ধিমান সাহা আর শুভমন গিল ওপেনিং জুটি বড় স্কোর করতে সচেষ্ট। এ ছাড়া ম্যাথু ওয়েড, ডেভিড মিলার, হার্দিক পান্ডিয়ারাও দলের ব্যাটিং বিভাগকে মজবুত করেছে। লোয়ার মিডল অর্ডারে ব্যাট হাতে ভরসা জুগিয়েছেন রাশিদ খানও। গুজরাতের বোলিং বিভাগ দলের প্রধান শক্তি। মহম্মদ সামি, যশ দয়াল, আলজারি যোশেফদের পেস অ্যাটাকের পাশাপাশি রাশিদ খান, সাই কিশোররাও ম্যাচের রং পাল্টে দিতে ওস্তাদ।

ফাইনালে সেয়ানে সেয়ানে টক্কর। রাজস্থানের ভরসা যদি হন জস বাটলার, তাহলে গুজরাতের আস্থা টিম গেমে। হাড্ডাহাড্ডি ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

গুজরাত টাইটান্স স্কোয়াড: হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শুভমন গিল, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ সামি, যশ দয়াল, ডেভিড মিলার, সাই কিশোর, অভিনব সদারঙ্গানি, আলজারি যোশেফ, ম্যাথু ওয়েড, রহমানুল্লাহ গুরবাজ, ঋদ্ধিমান সাহা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, ডমিনিক ড্রেকস, গুরকিরাত সিং, বরুণ অ্যারন, নুর আহমেদ, দর্শন নালকান্ডে, প্রদীপ সাঙ্গওয়ান।

রাজস্থান রয়্যালস স্কোয়াড: সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জসওয়াল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, দেবদত্ত পাড়িক্কাল, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল, রিয়ান পরাগ, কেসি চারিপ্পা, নভদীপ সাইনি, ওবেদ ম্যাকয়, অরুনয় সিং, কুলদীপ সেন, করুণ নায়ার, ধ্রুব জুরেল, তেজস বারোকা, কুলদীপ যাদব, শুভম ঘারওয়াল, জেমস নিশাম, নাথান কুইন্টার-নাইল, রসি ভ্যান দার ডুসেন।

Next Article