মুম্বই: আইপিএলে (IPL 2022) প্রথম বার খেলতে নেমেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। আবির্ভাবেই জয়ের হ্যাটট্রিক। টানা ৩টে ম্যাচে জয়। আজ সন্ধেয় ডিওয়াই পাটিল স্টেডিয়ামে গুজরাতের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। চলতি আইপিএলে প্রথম দুটো ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়েছে সানরাইজার্স। গত আইপিএলের লাস্ট বয়য়া হারিয়েছে গত আইপিএল চ্যাম্পিয়নদের। সিএসকের বিরুদ্ধে বড় জয় অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। গুজরাতকে হারিয়ে পয়েন্ট টেবিলে উপরের দিকে ওঠার পাশাপাশি নিজেদের অবস্থানও মজবুত করতে চায় সানরাইজার্স হায়দরাবাদ। অভিষেক শর্মা রানে ফেরায় স্বস্তিতে হায়দরাবাদ শিবির। রানে ফিরেছেন অধিনায়ক কেন উইলিয়ামসনও। ডিওয়াই পাটিল স্টেডিয়ামের উইকেটও ব্যাটিং সহায়ক। ফলে হাই স্কোরিং ম্যাচ হতে পারে আজও।
এ বারের আইপিএলে টস একটা ফ্যাক্টর। অধিকাংশ ম্যাচেই পরে ব্যাটিং করা দল জিতছে। শিশিরের প্রভাবই ম্যাচে ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। টস ভাগ্য জিতে আগেই ম্যাচের রাশ নিজেদের দখলে নিতে তৈরি দুই দলের অধিনায়কও।
গুজরাতের ব্যাটিং বিভাগ ক্লিক করছে প্রথম থেকেই। গত দুটো ম্যাচে বড় রান পেয়েছেন শুভমন গিল। রাহুল তেওয়াটিয়ার নায়কোচিত ইনিংসও দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। পঞ্জাবের বিরুদ্ধে ইনিংসের শেষ ২ বলে ছক্কা হাঁকিয়ে মূল্যবান ২ পয়েন্ট এনে দিয়েছিলেন তেওয়াটিয়া। নবাগত সাই সুদর্শন গত ম্যাচে রান পেয়েছেন, ভরসাও দিয়েছেন দলকে। অধিনায়ক হার্দিক পান্ডিয়া এ বারের আইপিএলে বেশ ছন্দেই আছেন। ডেভিড মিলার, অপর ওপেনার ম্যাথু ওয়েড, অভিনব মনোহররাও দলের ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী করে তুলেছেন। বোলিংয়ে রশিদ খান, লকি ফার্গুসন, মহম্মদ সামিরা আছেন। নবাগত বোলার দর্শন নালকান্ডেও গত ম্যাচে বেশ ভালো পারফর্ম করেন।
অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে অভিষেক শর্মা রানে ফেরায় দলে স্বস্তি ফিরেছে। অধিনায়ক কেন উইলিয়ামসনও রান পেয়েছেন। রাহুল ত্রিপাঠী, এইডেন মার্করাম, নিকোলাস পুরানরাও বড় শট নিতে দক্ষ। একই সঙ্গে ওয়াশিংটন সুন্দরও বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে দলকে ভরসা জোগান। বোলিং বিভাগে নটরাজন এ বার দুরন্ত ফর্মে। গুজরাত টানা ৩ ম্যাচ জিতে আত্মবিশ্বাসের শিখরে। হায়দরাবাদ গত ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। হাড্ডাহাড্ডি ম্যাচ জেতাই এখন লক্ষ্য দুই শিবিরের।
গুজরাত টাইটান্স স্কোয়াড: হার্দিক পান্ডিয়া, রশিদ খান, শুভমন গিল, লকি ফার্গুসন, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ সামি, যশ দয়াল, ডেভিড মিলার, সাই কিশোর, অভিনব সদারঙ্গানি, আলজারি যোশেফ, ম্যাথু ওয়েড, রহমানুল্লাহ গুরবাজ, ঋদ্ধিমান সাহা, জয়ন্ত যাদব, বিজয় শঙ্কর, ডমিনিক ড্রেকস, গুরকিরাত সিং, বরুণ অ্যারন, নুর আহমেদ, দর্শন নালকান্ডে, প্রদীপ সাঙ্গওয়ান।
সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াড: কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ, উমরান মালিক, ওয়াশিংটন সুন্দর, নিকোলাস পুরান, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, প্রিয়ম গর্গ, রাহুল ত্রিপাঠী, অভিষেক শর্মা, কার্তিক ত্যাগী, শ্রেয়স গোপাল, জগদীশা সুচিথ, এইডেন মার্করাম, মার্কো জ্যানসেন, রোমারিও শেফার্ড, শন অ্যাবট, আর সমর্থ, শশাঙ্ক সিং, সৌরভ দুবে, বিষ্ণু বিনোদ, গ্লেন ফিলিপস, ফজলহক ফারুকী।
আরও পড়ুন: IPL 2022: ওয়ার্নারের মুখে ‘বাংলা কথা’, ভাইরাল ভিডিও