Asia cup 2023 IND vs PAK Match Prediction: ভারত-পাকিস্তান ‘সেকেন্ড রাউন্ড’ ম্যাচে নজরে রাহুলের প্রত্যাবর্তন

TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 10, 2023 | 7:15 AM

Asia cup 2023 India vs Pakistan Match Preview: এক সপ্তাহ পর ফের মুখোমুখি দু-দল। মাঝে চিত্রটা অনেকটা বদলেছে। পিতৃত্বকালীন ছুটিতে গিয়েছিলেন বুমরা। নেপালের বিরুদ্ধে পাওয়া যায়নি। পাকিস্তানের বিরুদ্ধে একাদশে রাখা হয়েছিল বুমরা, সিরাজ, শার্দূল, হার্দিককে। দু-জন স্পেশালিস্ট পেসার। নেপাল ম্যাচে বুমরা না থাকায় সরাসরি একাদশে সামি। আজকের ম্যাচে দু-জনই খেললে শার্দূলকে বসানো হতে পারে। প্রথম ম্যাচের পরিকল্পনা ধরে রাখলে, সামি না বুমরা?

Asia cup 2023 IND vs PAK Match Prediction: ভারত-পাকিস্তান সেকেন্ড রাউন্ড ম্যাচে নজরে রাহুলের প্রত্যাবর্তন
Image Credit source: AFP, TWITTER

Follow Us

কলম্বো: এশিয়া কাপ এবং নানা জটিলতা। টুর্নামেন্টের শুরু থেকেই চলছে। ভেনু নিয়ে প্রাথমিক সমস্যা শুরু হয়। এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় ভারতীয় বোর্ডের তরফে পরিষ্কার করে দেওয়া হয়, ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যাবে না। নানা আলোচনার পর হাইব্রিড মডেল। পাকিস্তানে কিছু ম্যাচ হয়েছে, বাকিটা শ্রীলঙ্কায়। সেখানেও ভেনু নিয়ে জটিলতা তৈরি হয়। গ্রুপ পর্বের ম্যাচগুলি হয় ক্যান্ডিতে। সুপার ফোর হওয়ার কথা ছিল কলম্বোয়। কয়েকদিন আগেও প্রবল বৃষ্টি কলম্বোয়। এখনও আশঙ্কা রয়েছে, তবে পূর্বাভাস তুলনামূলক স্বস্তির। প্রচণ্ড বৃষ্টির কারণে ঠিক হয়, সুপার ফোর এবং ফাইনাল ম্যাচ সরানো হবে হাম্বানতোতায়। ঘণ্টাখানেকের মধ্যেই সেই সিদ্ধান্ত বদলানো হয়। জানিয়ে দেওয়া হয়, কলম্বোতেই হবে সুপার ফোর ও ফাইনাল। জটিলতা তৈরি হয়, ভারত-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে রিজার্ভ-ডে রাখা নিয়েও। বিতর্ক তৈরি হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ ও শ্রীলঙ্কা বোর্ডের তরফে বিবৃতি, তাদের সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত। ভারতীয় দলের পরিস্থিতিও যেন এমনই। সুপার ফোরে পাকিস্তান ম্যাচের আগে অনেক প্রশ্ন। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের প্রথম সাক্ষাৎ সম্পূর্ণ হয়নি। বৃষ্টিতে পয়েন্ট ভাগাভাগি হয়েছে। এক সপ্তাহ পর ফের মুখোমুখি দু-দল। এ বার সুপার ফোর পর্বে। মাঝে চিত্রটা অনেকটা বদলেছে। পিতৃত্বকালীন ছুটিতে গিয়েছিলেন জসপ্রীত বুমরা। নেপালের বিরুদ্ধে তাঁকে পাওয়া যায়নি। সুপার ফোরের আগেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। প্রস্তুতিও সেরেছেন। এ বার প্রশ্ন, সামি না বুমরা! পাকিস্তানের বিরুদ্ধে একাদশে রাখা হয়েছিল বুমরা, সিরাজ, শার্দূল, হার্দিককে। দু-জন স্পেশালিস্ট পেসার। সঙ্গে দুই পেস বোলিং অলরাউন্ডার। নেপাল ম্যাচে বুমরা না থাকায় সরাসরি একাদশে মহম্মদ সামি। আজকের ম্যাচে দু-জনই খেললে শার্দূলকে বসানো হতে পারে। প্রথম ম্যাচের পরিকল্পনা ধরে রাখলে, সামি না বুমরা?

মার্চের পর ওডিআই ক্রিকেটে প্রত্যাবর্তন হচ্ছে লোকেশ রাহুলের। আইপিএলের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওডিআই খেলেছিলেন। বিশ্বকাপের আগে লোকেশ রাহুলকে ম্যাচ প্র্যাক্টিস দেওয়া জরুরি। আইপিএলে চোট পেয়েছিলেন। অস্ত্রোপচারও হয়। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব পর্ব শেষে এশিয়া কাপের শিবিরে যোগ দেন। স্কোয়াডেও জায়গা করে নেন। শেষ মুহূর্তে ফের চোট। দলের সঙ্গে শ্রীলঙ্কায় আসেননি। সুপার ফোরের আগে কলম্বোয় দলে যোগ দিয়েছেন। কিপিং-ব্যাটিং দুই প্রস্তুতিই সেরেছেন। পাকিস্তানের বিরুদ্ধে একাদশে লোকেশ রাহুল থাকছেন, নিশ্চিত। সেক্ষেত্রে বসানো হবে কাকে? পাকিস্তানের বিরুদ্ধে কিপার-ব্যাটার হিসেবে ছিলেন ঈশান কিষাণ। ওয়েস্ট ইন্ডিজ সফরেও তিন ম্যাচের ওডিআই সিরিজে খেলেছেন ঈশানই। তিন ম্যাচেই হাফসেঞ্চুরি করেন। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে টপ অর্ডার ব্যর্থ হলে, হার্দিক এবং ঈশান কিষাণের সৌজন্যেই ঘুরে দাঁড়িয়েছিল ভারত।

রাহুলের ফেরা যেমন স্বস্তির, তেমনই মাথাব্যাথাও। হয় ঈশান কিষাণ, নয়তো শ্রেয়স আইয়ার। কোনও একজনকে বাদ দিতে হবে। ঈশান যে ফর্মে রয়েছেন, তাঁকে বাদ দেওয়া কঠিন। মিডল অর্ডারে একজন বাঁ হাতি ব্যাটার থাকা কতটা গুরুত্বপূর্ণ, বুঝিয়ে দিয়েছেন ঈশান। হেড কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, চার নম্বরে পছন্দ শ্রেয়স আইয়ার। এই ম্যাচে শ্রেয়সকে সুযোগ দিলে ঈশানকে বসাতে হবে।

এ তো গেল কম্বিনেশন নিয়ে প্রশ্ন। পাকিস্তান পেস ত্রয়ীর জন্য কতটা তৈরি ভারত? গত ম্যাচে টপ অর্ডারে কোনও তারকাই ভরসা দিতে পারেননি। নেপালের বিরুদ্ধে দুই ওপেনার ম্যাচ ফিনিশ করায়, পরীক্ষা হয়নি শ্রেয়সদের। শাহিন আফ্রিদি, নাসিম শাহ এবং হ্যারিস রউফের জন্য কতটা প্রস্তুত ভারতীয় টপ অর্ডার! সাংবাদিক সম্মেলনে শুভমন গিল অবশ্য ব্যর্থতার একটা ব্যাখ্যা দিয়েছেন। পাকিস্তানের সঙ্গে নিয়মিত খেলার সুযোগ না হওয়ায় এই বোলিং লাইন আপকে সামলাতে সমস্যা হয়। আজ সেই সমস্যা কাটিয়ে ওঠা যাবে?

Next Article