IND vs SL 1st T20 Preview: রবি রাতে কলম্বোয় মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jul 25, 2021 | 6:31 PM

India vs Sri Lanka 1st T20 Prediction: শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) নেতৃত্বাধীন ভারত কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) নামবে দাসুন শানাকার শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে।

IND vs SL 1st T20 Preview: রবি রাতে কলম্বোয় মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা
IND vs SL 1st T20 Preview: সুপার সানডে-তে কলম্বোয় মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা

Follow Us

কলম্বোর (Colombo) প্রেমদাসা স্টেডিয়ামে (R Premadasa Stadium) আজ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি শিখর ধাওয়ানের ভারত (India) ও দাসুন শানাকার শ্রীলঙ্কা (Sri Lanka)। ওয়ান ডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারতের তরুণ ব্রিগেড। আজ, রবিবার প্রথম টি-২০ ম্যাচ শুরু হবে রাত ৮টায়। আইসিসি টি-২০ র‌্যাঙ্কিংয়ে ভারত রয়েছে ২ নম্বরে। অপরদিকে শ্রীলঙ্কা রয়েছে ৯ নম্বরে। হেড টু হেডের দিকে নজর রাখলে দেখা যায়, এগিয়ে রয়েছে ভারত। এখনও পর্যন্ত টি-২০ ম্যাচে ১৯ বার মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। তার মধ্যে ভারত জিতেছে ১৩ বার। শ্রীলঙ্কা জিতেছে ৫ বার। ম্যাচ অমীমাংসিত ১ বার।

ওয়ান ডে সিরিজ জয়ের পর, টি-২০ সিরিজেও নজর থাকবে ভারতের তরুণ তুর্কিদের ওপর। অন্যদিকে সম্প্রতি ইংল্যান্ড সফরে টি-২০ সিরিজে ইওন মর্গ্যানদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা। ইংল্যান্ড সিরিজে জৈব সুরক্ষা বলয় ভাঙার জন্য তিন লঙ্কান তারকা (কুশল মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা এবং দনুষ্কা গুনাথিলাকাকে) দলে নেই। দেশের মাঠে ধাওয়ানদের বিরুদ্ধে দাসুন শানাকারা ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটা দেখার অপেক্ষা থাকবে।

ভারতীয় দলে আইপিএল থেকে উঠে আসা (দেবদত্ত পাড়িক্কাল, ঋতুরাজ গায়কোয়াড়, চেতন সাকারিয়া, বরুণ চক্রবর্তী, নীতিশ রানা, ঈশান কিষাণ) তারকারা নিজেদের সেরা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। অন্যদিকে শ্রীলঙ্কা শিবিরে ইসুরু উদানা ও দাসুন শানাকা এই দুই ক্রিকেটারের ১০০টি টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও, শিবিরের অন্যরা পিছিয়ে রয়েছে। তারুণ্য ও অভিজ্ঞতা সব মিলিয়ে ওয়ান ডে সিরিজ জয়ের পর, টি-২০ সিরিজও জিতে দেশে ফেরার লড়াইয়ে আজ মাঠে নামবে গব্বরের পল্টন।

ভারতের সাম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান (অধিনায়ক), পৃথ্বী শ, মনীশ পাণ্ডে, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহার।

শ্রীলঙ্কার সাম্ভাব্য একাদশ: অভিস্কা ফার্নান্ডো, মিনোড ভানুকা (উইকেটকিপার), ইসুরু উদানা, ধনঞ্জয় দি সিলভা, ভানুকা রাজাপক্ষ, ভানিন্দু হাসারঙ্গা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, আকিলা ধনঞ্জয়, দুশমন্ত চামিরা, চরিথ আসলঙ্কা।

Next Article