LSG vs RR IPL 2022 Match Prediction: প্লে অফ নিশ্চিতের লক্ষ্যে রাহুলরা, জিতলে প্লে অফের দোরগোড়ায় সঞ্জুরা

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

May 15, 2022 | 8:30 AM

Lucknow Super Giants vs Rajasthan Royals Preview: লখনউয়ের প্রধান অস্ত্র অবশ্যই দলনায়ক কেএল রাহুল। গুজরাতের বিরদ্ধে গত ম্যাচে রান না পেলেও রাজস্থানের বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া তিনি। রাজস্থান রয়্যালসের বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্টকে সামলানোও তাঁর কাছে কঠিন চ্যালেঞ্জ। রানে ফিরতে চান কুইন্টন ডি'কক, আয়ূষ বাদোনিরাও।

LSG vs RR IPL 2022 Match Prediction: প্লে অফ নিশ্চিতের লক্ষ্যে রাহুলরা, জিতলে প্লে অফের দোরগোড়ায় সঞ্জুরা
লখনউ সুপার জায়ান্টস বনাম রাজস্থান রয়্যালস।

Follow Us

ব্র্যাবোর্ন: আইপিএলে (IPL 2022) আজ ব্র্যাবোর্ন স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। প্লে অফ থেকে আর ঠিক এক কদম দূরে লোকেশ রাহুলরা। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দু’নম্বরে আছে লখনউ সুপারজায়ান্টস। গত ম্যাচেই গুজরাতের কাছে হারতে হয়েছে। হার ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া রাহুলরা। একই সঙ্গে প্লে অফের টিকিট নিশ্চিত করাও লক্ষ্য লখনউয়ের। রাজস্থানকে হারালে প্রথম দুইয়ে থাকাও অনেকটা নিশ্চিত হয়ে যাবে রাহুলদের। তাই রাজস্থানকে হারিয়ে এক ঢিলে দুই পাখি মারতে চাইছে লখনউ সুপার জায়ান্টস। অন্যদিকে ১২ ম্যাচে রাজস্থান রয়্যালসের সংগ্রহ ১৪ পয়েন্ট। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে অনেকে। লখনউকে হারালে প্লে অফের দোরগোড়ায় পৌঁছে যাবেন সঞ্জুরা। হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য রাজস্থান রয়্যালসের।

 

লখনউয়ের প্রধান অস্ত্র অবশ্যই দলনায়ক কেএল রাহুল। গুজরাতের বিরদ্ধে গত ম্যাচে রান না পেলেও রাজস্থানের বিরুদ্ধে রানে ফিরতে মরিয়া তিনি। রাজস্থান রয়্যালসের বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্টকে সামলানোও তাঁর কাছে কঠিন চ্যালেঞ্জ। রানে ফিরতে চান কুইন্টন ডি’কক, আয়ূষ বাদোনিরাও। গুজরাতের বিরুদ্ধে দলের ব্যাটিং বিপর্যয় প্রকট হয়েছিল। সেই ভুল শুধরে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য লখনউয়ের। গত ম্যাচে একমাত্র লড়াই চালিয়েছিলেন দীপক হুডা। মার্কাস স্টোয়নিসের খারাপ ফর্ম ভাবাচ্ছে লখনউ শিবিরকে। একই সঙ্গে অপর অলরাউন্ডার জেসন হোল্ডারও ফর্মে নেই। রানে ফেরার কঠিন চ্যালেঞ্জ তাঁর কাছেও। পাশাপাশি বোলিংয়েও দলকে ভরসা জোগাতে চান ক্যারিবিয়ান অলরাউন্ডার। আবেশ খান, মহসিন খান, রবি বিষ্ণোইরা অবশ্য ভালো ফর্মে আছেন। রাজস্থানের হেভিওয়েট ব্যাটিং লাইনআপকে বেগ দিতে তৈরি লখনউয়ের বোলাররা।

 

অন্যদিকে রাজস্থান রয়্যালসের প্রধান ব্যাটার অবশ্যই দলের ওপেনার জস বাটলার। গত ম্যাচে তিনিও রান পাননি। হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে চায় রাজস্থান। যশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসনরাও তৈরি বড় রানের লক্ষ্যে। শিমরন হেটমেয়ারের অভাব টের পাচ্ছে রাজস্থান। ভান ডার ডুসেনকে এখনও সে ভাবে ফর্মে দেখা যায়নি। তবে গত ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমে চমকে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। হাফসেঞ্চুরি করেছিলেন তিনি। রাজস্থানের বোলারদের কাছেও এই ম্যাচ অনেক চ্যালেঞ্জের। বোল্ট, প্রসিধ কৃষ্ণারা তৈরি লখনউয়ের টপ অর্ডারকে শেষ করতে। যুজবেন্দ্র চাহালকে নিষ্প্রভ দেখিয়েছে শেষ ম্যাচে। লখনউয়ের বিরুদ্ধে স্বমহিমায় ফিরতে চান তিনিও। হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। লখনউ জিতলেই প্লে অফ নিশ্চিত। আর রাজস্থান জিতলে প্লে অফের পথে পা অনেকটা বাড়িয়ে রাখবে।

 

লখনউ সুপার জায়ান্টসের স্কোয়াড: কেএল রাহুল, মার্কাস স্টোইনিস, রবি বিষ্ণোই, কুইন্টন ডি’কক, আবেশ খান, জেসন হোল্ডার, মনীশ পান্ডে, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্ক উড, অঙ্কিত সিং রাজপুত, কৃষ্ণাপ্পা গৌতম, দুশমন্ত চামিরা, শাহবাজ নাদিম, মনন ভোরা, মৌসিন খান, আয়ুষ বাদোনি, কাইল মেয়ার্স, করণ শর্মা, এভিন লুইস, মায়াঙ্ক যাদব।

 

রাজস্থান রয়্যালস স্কোয়াড: সঞ্জু স্যামসন, জস বাটলার, যশস্বী জসওয়াল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, শিমরন হেটমায়ার, দেবদত্ত পাড়িক্কাল, প্রসিধ কৃষ্ণা, যুজবেন্দ্র চাহাল, রিয়ান পরাগ, কেসি চারিপ্পা, নভদীপ সাইনি, ওবেদ ম্যাকয়, অরুনয় সিং, কুলদীপ সেন, করুণ নায়ার, ধ্রুব জুরেল, তেজস বারোকা, কুলদীপ যাদব, শুভম ঘারওয়াল, জেমস নিশাম, নাথান কুইন্টার-নাইল, রসি ভ্যান দার ডুসেন।

 

 

আরও পড়ুন: IPL 2022 Orange Cap: জানুন কমলা টুপির লড়াইয়ে প্রথম ৫-এ রয়েছেন কারা

Next Article