MI vs DC, IPL 2022 Match Prediction: ঋষভদের কাছে কার্যত কোয়ার্টার ফাইনাল, রোহিতদের সমর্থনে বিরাটরা

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

May 21, 2022 | 8:00 AM

Mumbai Indians vs Delhi Capitals Preview: ৩২ বারের মুখোমুখি সাক্ষাতে ১৬ বার জিতেছে দিল্লি আর বাকি ১৬ বার জিতেছে মুম্বই। পরিসংখ্যানই বলে দিচ্ছে দিল্লি-মুম্বই ম্যাচ সব সময়ই হাড্ডাহাড্ডি জায়গায় পৌঁছয়। আজ রাতেও এক উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে তৈরি ক্রিকেটপ্রেমীরা।

MI vs DC, IPL 2022 Match Prediction: ঋষভদের কাছে কার্যত কোয়ার্টার ফাইনাল, রোহিতদের সমর্থনে বিরাটরা
মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস।

Follow Us

মুম্বই: আইপিএল  (IPL 2022) থেকে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) আগেই ছিটকে গিয়েছে। পয়েন্ট টেবিলের একেবারে শেষে রয়েছেন রোহিত শর্মারা। এই আইপিএল থেকে নতুন করে পাওয়ার কিছু নেই। তবে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) প্লে অফে ওঠার রাস্তা বন্ধ করে দিতে পারেন রোহিতরাই। ওয়াংখেড়েতে আজ দিল্লি ক্যাপিটালসের সামনে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে প্রথম সাক্ষাতে মুম্বইকে হারিয়েছিল দিল্লি। এ বার সেই বদলাটা নিতে চান রোহিতরা। আর ঋষভদের কাছে এই ম্যাচ একপ্রকার কোয়ার্টার ফাইনাল। জিতলেই প্লে অফে পৌঁছে যাবেন মিচেল মার্শরা। নেট রান রেটে ব্যাঙ্গালোরের চেয়ে অনেকটাই এগিয়ে দিল্লি। মুম্বইকে হারালেই কলকাতার টিকিট কনফার্ম হয়ে যাবে। ডু অর ডাই ম্যাচে তাই অল আউট ঝাঁপানোই প্রধান লক্ষ্য দিল্লি ক্যাপিটালসের। অন্যদিকে বিরাটের মুখে হাসি ফোটাতে পারেন রোহিতই। দিল্লিকে হারালেই প্লে অফে পৌঁছে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গুজরাতকে হারানোর পর মুম্বইয়ের হয়ে গলা ফাটাতে দেখা যায় বিরাট, ডুপ্লেসিদের। আজ রাতের ম্যাচেও টিভির পর্দা ছেড়ে উঠবেন না আরসিবির ক্রিকেটাররা।

 

৩২ বারের মুখোমুখি সাক্ষাতে ১৬ বার জিতেছে দিল্লি আর বাকি ১৬ বার জিতেছে মুম্বই। পরিসংখ্যানই বলে দিচ্ছে দিল্লি-মুম্বই ম্যাচ সব সময়ই হাড্ডাহাড্ডি জায়গায় পৌঁছয়। আজ রাতেও এক উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখতে তৈরি ক্রিকেটপ্রেমীরা।

 

টাইফয়েডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পৃথ্বী শ। তাঁর অভাব টের পেয়েছে দিল্লি। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অনেক দিন আগে। দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন। আজ তাঁর অবস্থা বুঝেই মাঠে নামানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। তবে এটা ঠিক, হাইভোল্টেজ ম্যাচে পৃথ্বীকে খেলাতে মরিয়া চেষ্টা চালাবে থিঙ্ক ট্যাঙ্ক। গুরুত্বপূর্ণ ম্যাচে বড় রান করতে তৈরি ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পন্থ, রভম্যান পাওয়েলরা। মুম্বই এ বারের আইপিএলে একেবারে ছন্দে নেই। সুযোগটা নেওয়ার মরিয়া চেষ্টা চালাবেন ওয়ার্নাররা। দিল্লির বোলাররাও তৈরি মুম্বইয়ের ব্যাটিং লাইনআপকে বেগ দিতে। গত ম্যাচে দুরন্ত বোলিং করেন শার্দূল ঠাকুর। রোহিত শর্মা, ঈশান কিশানদের বিরুদ্ধেও ধারাবাহিকতা দেখাতে তৎপর শার্দূল। এছাড়া নর্টজে, কুলদীপ যাদব, খলিল যাদব, অক্ষর প্যাটেলরাও প্রস্তুত নিজেদের সেরাটা উজাড় করে দিতে।

 

মুম্বই পয়েন্ট টেবিলে সবার শেষে। চলতি আইপিএলে এখনও হাফসেঞ্চুরির দেখা পাননি রোহিত শর্মা। ব্যর্থতার ধারাবাহিকতা দেখিয়েছে মুম্বই। ১৩টা ম্যাচের মধ্যে মাত্র ৩টে-তে জিতেছে মুম্বই। বাকি ১০টা-তেই হেরেছেন রোহিতরা। দিল্লিকে হারিয়ে, ঋষভদের প্লে অফের রাস্তা বন্ধ করে দিতে চায় মুম্বই ইন্ডিয়ান্স। ঈশান কিশান গত ম্যাচে রান পেয়েছিলেন। ওপেনিং জুটি ক্লিক করলেও, মিডল অর্ডার ব্যর্থ হয়। টিম ডেভিডের ঝোড়ো ব্যাটিং ম্যাচের রং অনেকটাই পাল্টে দিয়েছিল। তবু জয় অধরাই থেকেছে। নর্টজে, শার্দূলদের বিরুদ্ধে ব্যাটে ঝড় তুলতে চান রোহিতরা। বোলিংয়ে বুমরা, মেরেডিথ, ড্যানিয়েল স্যামসরাও তৈরি দিল্লিকে টেক্কা দিতে। মুম্বইয়ের কাছে এই ম্যাচ নিয়মরক্ষার হলেও, দিল্লির কাছে এটা একপ্রকার কোয়ার্টার ফাইনাল। মুম্বইয়ের হারানোর কিছু নেই। এ বছরটা বেশ খারাপ গিয়েছে বাণিজ্যনগরীর। শেষ ম্যাচটা জিতেই মরসুম শেষ করতে চান রোহিতরা।

 

মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াড: রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, কায়রন পোলার্ড, জশপ্রীত বুমরা, ঈশান কিষাণ, ডিওয়াল্ড ব্রেভিস, বাসিল থাম্পি, মুরুগান অশ্বিন, জয়দেব উনাদকট, মায়াঙ্ক মার্কান্ডেয়, এন তিলক ভর্মা, সঞ্জয় যাদব, জোফ্রা আর্চার, ড্যানিয়েল স্যামস, টাইমাল মিলস, টিম ডেভিড, আর্শাদ খান, আনমোলপ্রীত সিং, রমনদীপ সিং, রাহুল বুদ্ধি, হৃতিক শোকিন, অর্জুন তেন্ডুলকর, ফ্যাবিয়ান অ্যালেন, আরিয়ান জুয়াল, রাইলি মেরেডিথ।

 

দিল্লি ক্যাপিটালস স্কোয়াড: পৃথ্বী শ, অনরিখ নর্টজে, ঋষভ পন্থ, অক্ষর প্যাটেল, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, কুলদীপ যাদব, অশ্বিন হেব্বার, সরফরাজ খান, কমলেশ নাগরকোটি, কেএস ভরত, মনদীপ সিং, খলিল আহমেদ, চেতন সাকারিয়া , ললিত যাদব, রিপল প্যাটেল, যশ ধুল, রোভম্যান পাওয়েল, প্রবীণ দুবে, লুনগি এনগিডি, টিম সেইফার্ট, ভিকি ওস্টওয়াল।

 

আরও পড়ুন: IPL 2022 Orange Cap: আজ রান বাড়ানোর পালা অরেঞ্জ ক্যাপের মালিক বাটলারের

Next Article
IPL 2022: চেন্নাইকে হারিয়ে ইডেনের প্লে অফের টিকিট পাকা করল রাজস্থান
IPL 2022 Points Table: দিল্লি না আরসিবি? আজ জানা যাবে প্লে অফের চতুর্থ দল হবে কোনটি, তার আগে দেখে নিন লিগ টেবলে কোন দল রয়েছে কোথায়