RR vs RCB IPL 2022 Match Prediction: বিরাটদের বিরুদ্ধে দেবদত্ত, চাহালদের প্রতিশোধের ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Apr 05, 2022 | 9:00 AM

Rajasthan Royals vs Royal Challengers Bangalore Preview: প্রথম ম্যাচেই আরসিবির ব্যাট হাতে জ্বলে ওঠেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি। কেকেআরের বিরুদ্ধে ব্যর্থ হলেও, রাজস্থানের বিরুদ্ধে ফের জ্বলে উঠতে চান তিনি। বিরাট কোহলি প্রথম ম্যাচে রান পেলেও, দ্বিতীয় ম্যাচে ব্যর্থ। বিরাটোচিত ইনিংস অনেকদিনই দেখা যাচ্ছে না।

RR vs RCB IPL 2022 Match Prediction: বিরাটদের বিরুদ্ধে দেবদত্ত, চাহালদের প্রতিশোধের ম্যাচ
রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। ছবি: টুইটার

Follow Us

মুম্বই: এ বারের আইপিএলের (IPL) শুরুটা দুরন্ত গতিতে হয়েছে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals)। সানরাইজার্স হায়দরাবাদ আর মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছেন সঞ্জু স্যামসনরা। আজ সন্ধেয় ওয়াংখেড়েতে আরসিবির সামনে রাজস্থান রয়্যালস। অন্যদিকে প্রথম ম্যাচে হারলেও, কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে আরসিবিও (RCB)। রাজস্থানকে হারাতে তৎপর ডুপ্লেসি, কোহলিরাও। গ্লেন ম্যাক্সওয়েল দলে যোগ দেওয়ায় আরসিবি আরও শক্তিশালী হয়ে উঠেছে। রাজস্থানের শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে মোকাবিলা করতে প্রস্তুত আরসিবি। আজ সন্ধেয় একটা জমজমাট ম্যাচ দেখার আশায় ক্রিকেটপ্রেমীরা। জস বাটলার দুরন্ত ফর্মে রয়েছেন। গত ম্যাচেই সেঞ্চুরি করেছেন। একরাশ আত্মবিশ্বাসকে সঙ্গী করেই মাঠে নামছেন বাটলার। ওয়াংখেড়ের উইকেটে শুরুতেই অনেকটাই সাহায্য পান পেসাররা। তাই টস অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ম্যাচে।

 

প্রথম ম্যাচেই আরসিবির ব্যাট হাতে জ্বলে ওঠেন অধিনায়ক ফাফ ডুপ্লেসি। কেকেআরের বিরুদ্ধে ব্যর্থ হলেও, রাজস্থানের বিরুদ্ধে ফের জ্বলে উঠতে চান তিনি। বিরাট কোহলি প্রথম ম্যাচে রান পেলেও, দ্বিতীয় ম্যাচে ব্যর্থ। বিরাটোচিত ইনিংস অনেকদিনই দেখা যাচ্ছে না। আইপিএলের আসরে নিজের পুরনো ফর্ম ফিরে পেতে মরিয়া কোহলিও। গ্লেন ম্যাক্সওয়েল দলে যোগ দেওয়ায় ব্যাটিং শক্তি অনেকটাই বেড়ে গিয়েছে। কিন্তু ম্যাক্সওয়েলকে কার জায়গায় খেলানো হবে, তা নিয়ে দ্বিধায় আরসিবি শিবির। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে বসানোর ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট। রাদারফোর্ডের পরিবর্তে ম্যাক্সওয়েলের খেলার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে ডেভিড উইলি, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, আকাশদীপদের রেখেই পেস অ্যাটাক সাজানোর ভাবনা আরসিবির।

 

অন্যদিকে রাজস্থান রয়্যালসে ব্যাটিং-বোলিং উভয় বিভাগেই ভারসাম্য রয়েছে। রাজস্থানের দুই ক্রিকেটারের কাছেই আজকের ম্যাচ চ্যালেঞ্জের। দেবদত্ত পাড়িক্কল আর যুজবেন্দ্র চাহাল। দুই ক্রিকেটারই আরসিবির জার্সিতে গত কয়েক বছর দুরন্ত পারফর্ম করেছেন। তবুও বিরাটের দল রাখেনি এই দুই ক্রিকেটারকে। দেবদত্ত পাড়িক্কল ব্যাট হাতে আরসিবির বোলারদের শাসন করতে তৈরি। অন্যদিকে চাহালও ভালোই জানেন কোহলি, ম্যাক্সওয়েলদের দুর্বলতা। এছাড়া ট্রেন্ট বোল্ট, প্রসিধ কৃষ্ণা, রবিচন্দ্রন অশ্বিনদের মতো বোলাররাও আছেন রাজস্থানে। ব্যাটিংয়ে বাটলার, যশস্বী জসওয়াল, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন আর শিমরন হেটমেয়ার। টপ অর্ডারের ৫ ব্যাটারই বিগ হিটার। স্কোরবোর্ডে বড় রান তুলতে দক্ষ। লোয়ার অর্ডারে রিয়ান পরাগও দ্রুত স্কোর করতে সক্ষম।

 

দুই দলেই তারকার ছড়াছড়ি। দুই দলেই বিগ হিটারদের আধিক্য। মঙ্গলের সন্ধেয় ওয়াংখেড়েতে একটা উপভোগ্য ম্যাচ দেখার আশায় ক্রিকেটপ্রেমীরাও।

 

 

 

আরও পড়ুন: IPL 2022: টি-টোয়েন্টিতে ফের নয়া মাইলস্টোন ধোনির

Next Article