AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rishabh Pant: ও তো মিরাকল বাচ্চা… পন্থকে ‘সুপার হিউম্যান’ তমকা দিলেন প্রাক্তন পাক সুপারস্টার

T20 World Cup 2024: এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ছন্দে দেখা যাচ্ছে ঋষভ পন্থকে। তিনি যে ভাবে ভয়াবহ দুর্ঘটনা থেকে ঘুরে দাঁড়িয়ে ফের ক্রিকেটের জগতে ফিরেছেন, তা নিয়ে যত আলোচনাই হয়, সেটা কম। দেশ-বিদেশের বহু ক্রিকেটার পন্থকে কুর্নিশ জানিয়েছেন।

Rishabh Pant: ও তো মিরাকল বাচ্চা... পন্থকে 'সুপার হিউম্যান' তমকা দিলেন প্রাক্তন পাক সুপারস্টার
Rishabh Pant: ও তো মিরাকল বাচ্চা... পন্থকে 'সুপার হিউম্যান' তমকা দিলেন প্রাক্তন পাক সুপারস্টার Image Credit: X
| Updated on: Jun 20, 2024 | 5:38 PM
Share

কলকাতা: মিরাকেল সব সময় হয় না। তাই তো সেটা মিরাকেল। ঋষভ পন্থ (Rishabh Pant) মিরাকেল দেখিয়েছেন। এ কথা বলছেন এক প্রাক্তন পাক তারকা। ২০২৩ সালের ৩০ ডিসেম্বর ঋষভ পন্থের জীবনের সবচেয়ে কালো দিন। ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারাতে বসেছিলেন দেশের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। মৃত্যু মুখ থেকে ফিরে নতুন জীবন শুরু করেছেন তিনি। বর্তমানে টি-২০ বিশ্বকাপেও নিজেকে মেলে ধরছেন। যেভাবে ঋষভ এত যন্ত্রণা সহ্য করেও ফের ক্রিকেটের আঙিনায় ডালপালা মেলেছেন তাতে তাঁকে সুপার হিউম্যান বলতেও পিছপা হচ্ছেন না পাকিস্তানের এক কিংবদন্তি।

পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আক্রম বলেছেন, ‘ঋষভ পন্থের পারফরম্যান্স যদি দেখা হয়, তা হলে বলতে হবে ও মিরাকেল দেখিয়েছে। ও সুপার হিউম্যান। যে ট্র্যাজেডি থেকে ও ফিরে এসেছে, যে ভাবে ওর দুর্ঘটনা হয়েছিল, আমি ভিডিয়ো ক্লিপিংস দেখেছিলাম। পাকিস্তানেও আমরা সকলে ভয় পেয়েছিলাম। আমার ভীষণ চিন্তা হচ্ছিল। ওকে নিয়ে আমি টুইটও করেছিলাম। ও যে ভাবে কামব্যাক করেছে, তা দারুণ। এ বছরের আইপিএলে ওর গড় ছিল ৪০ এবং ১৫৫ স্ট্রাইকরেটে ৪৪৬ রান করেছে। ও তো মিরাকল বাচ্চা।’

শুধু টি-টোয়েন্টিতেই নয়, টেস্টেও ঋষভ পন্থের পারফরম্যান্সের কথা বিশেষ উল্লেখ করেছেন ওয়াসিম আক্রম। তিনি বলেন, ‘যে ভাবে ও টেস্ট ক্রিকেটে পারফর্ম করেছে, অস্ট্রেলিয়ায় গিয়ে ১০০ করেছিল। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধেও দারুণ ব্যাটিং করেছিল। টেস্টে অ্যান্ডারসন, কামিন্সকে ও রিভার্স সুইপ মেরেছে। ও ভীষণ স্পেশাল।’ ভয়াবহ দুর্ঘটনার পরও পন্থ যেভাবে ফের নিজেকে ক্রিকেট জগতে মেলে ধরেছেন, তা অনেকের কাছে অনুপ্রেরণা বলে মনে করছেন ওয়াসিম আক্রম। তাঁর কথায়, সকলে পন্থকে দেখে অনুপ্রাণিত হবে এবং তরুণদের কাছে ও একটা উদাহরণ হয়ে থাকবে।