Women’s Test: অ্যাসেজে ডবল সেঞ্চুরি বোমন্টের, টেস্টে আর কারা করেছেন?

Jun 25, 2023 | 8:00 AM

Women's Test Double Century: ইংল্যান্ডের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে টেস্টে ডবল সেঞ্চুরি করলেন বোমন্ট। তাঁকে নিয়ে মেয়েদের টেস্টে ৮ জন ডবল সেঞ্চুরি করেছেন।

Womens Test: অ্যাসেজে ডবল সেঞ্চুরি বোমন্টের, টেস্টে আর কারা করেছেন?
Image Credit source: twitter

Follow Us

পুরুষদের অ্যাসেজে প্রথম টেস্টে হেরেছে ইংল্যান্ড। নটিংহ্যামে চলছে মেয়েদের অ্যাসেজ। প্রথম ইনিংসে ৪৭৩ রান করেছে অস্ট্রেলিয়া। অল্পের জন্য শতরান মিস হয়েছিল এলিস পেরির। তবে অনবদ্য সেঞ্চুরি অ্যানাবেল সাদারল্যান্ডের। ইংল্যান্ড লিড নিতে না পারলেও মাত্র ১০ রানের গ্যপ ছিল। ৪৬৩ রানে শেষ হয় ইংল্যান্ডের প্রথম ইনিংস। তবে নটিংহ্যামে নজির গড়েন ইংল্যান্ড ব্যাটার ট্যামি বোমন্ট। ইংল্যান্ডের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে টেস্টে ডবল সেঞ্চুরি করলেন বোমন্ট। ৩৩১ বলে ২০৮ রান করে। বোমন্টকে নিয়ে মেয়েদের টেস্টে ৮ জন ডবল সেঞ্চুরি করেছেন। তালিকায় রয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার মিতালি রাজও। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

দেখে নিন বাকি সাতজন যাঁরা টেস্টে ডবল সেঞ্চুরি করেছেন সেই তালিকা

  1. কিরন বালুচ- পাকিস্তানের এই প্রাক্তন ওপেনার মেয়েদের টেস্টে সর্বাধিক স্কোরের নজির গড়েছিলেন। তা এখনও অক্ষত। ২০০৪ সালের ১৬ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৮৮ বলে ২৪২ রানের ইনিংস খেলেছিলেন বালুচ। ম্যাচটি হয়েছিল করাচিতে।
  2. মিতালি রাজ- ভারতের কিংবদন্তি ক্রিকেটার মিতালি রাজ ওডিআইতে বিশ্বের সর্বাধিক রান সংগ্রকারী। টি-টোয়েন্টি ক্রিকেটেও নজরকাড়া পারফরম্যান্স রয়েছে। টেস্টেও অনবদ্য ছিলেন মিতালি। তিন ফরম্যাটেই ধারাবাহিক দেশের প্রাক্তন অধিনায়ক মিতালি টেস্ট ক্রিকেটে ডবল সেঞ্চুরিও করেছেন। ২০০২ সালে ইংল্যান্ড সফরে দ্বিতীয় টেস্টে ৪ নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন ১৯ বছরের মিতালি। ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০৭ বলে ২১৪ রান করেছিলেন মিতালি।
  3. এলিস পেরি- অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার অ্যাসেজেই ডবল সেঞ্চুরি করেছেন। ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় গোলাপি বলে দিন-রাতের টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। পিঙ্ক বল টেস্টে ৩৭৪ বলে ২১৪ রানের অপরাজিত ইনিংস খেলেন এলিস পেরি।
  4. কারেন রোল্টন- ২০০১ সালের অ্যাসেজ সিরিজে ডবল সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটার কারেন রোল্টন। ৩১৩ বলে ২০৯ রানের অপরাজিত ইনিংস খেলেন রোল্টন।
  5. কার্স্টি ফ্লাবেল- উইমেন্স ক্রিকেটের ১০৩ তম টেস্ট ম্যাচ। মেয়েদের টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়েন নিউজিল্যান্ডের কার্স্টি ফ্লাবেল। ১৯৯৬ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। প্রথম টেস্টে ২০৪ রানের ইনিংস খেলেন কিউয়ি ব্যাটার। গড়েন ইতিহাস।
  6. মিশেল গস্কো- অ্যাসেজ সিরিজ। ২০০১ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম টেস্ট। ইংল্যান্ডকে মাত্র ১০৩ রানেই অলআউট করে অস্ট্রেলিয়া। অভিষেক টেস্টে ৪ নম্বরে ব্যাটিংয়ে নেমে ডবল সেঞ্চুরি করেন মিশেল গস্কো।
  7. জোয়ান্নে ব্রডবেন্ট- অস্ট্রেলিয়া ১৯৯৮ সালে ইংল্যান্ড সফরে গিয়েছিল। প্রথম টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে ৪১৪ রানের বড় স্কোর গড়ে। জবাবে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ৫৬৯ রানে ইনিংস ডিক্লেয়ার করে। মিডল অর্ডার ব্যাটার জোয়ান্নে ব্রডমেন্ট ৪৭৬ বলে ২০০ রান করেন।
Next Article