উইমেন্স প্রিমিয়ার লিগে এ বার চার ভেনুতে ম্যাচ। শুরুটা হয়েছিল বরোদায়। এরপর ডব্লিউপিএল পাড়ি দেয় বেঙ্গালুরুতে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোমগ্রাউন্ড। বরোদায় প্রথম দু-ম্যাচই জিতে দুর্দান্ত শুরু করেছিল আরসিবি। কিন্তু ঘরে ফিরেই কঠিন পরিস্থিতি স্মৃতি মান্ধানাদের। হোম গ্রাউন্ডে টানা চার ম্যাচে হার! ঘরের মাঠের সমর্থকদের হতাশা বাড়ল চ্যাম্পিয়নদের নিয়ে। টানা চার ম্যাচে হার। আরসিবি এবং ডব্লিউএল এ বার পাড়ি দেবে লখনউতে। যদিও মুখে হাসি নেই স্মৃতি মান্ধানাদের।
একদিকে স্মৃতিদের টানা চার ম্যাচে হার, অন্য দিকে দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল দিল্লি ক্যাপিটালস। চিন্নাস্বামীতে এ দিন টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস ক্যাপ্টেন মেগ ল্যানিং। তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে বোলিং আক্রমণ। গত কালের ম্যাচের মতো ফিল্ডিংয়েও দুর্দান্ত দিল্লি। আরসিবি অলরাউন্ডার এলিস পেরি ৪৭ বলে অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন। রাঘবী বিস্ত করেন ২২। যদিও ২০ ওভারে ৫ উইকেটে মাত্র ১৪৭ রান তোলে আরসিবি।
চিন্নাস্বামীর মাঠে ১৪৮ রানের টার্গেট বিশাল বলা যায় না। তবে শুরুতে উইকেট তুলতে পারলে ইতিবাচক ফলের সম্ভাবনা তৈরি করাই যায়। শুরুতেই ক্যাপ্টেন মেগ ল্যানিংকে ফিরিয়ে সেই সম্ভাবনাই তৈরি করেছিলেন রেনুকা সিং ঠাকুর। তবে দ্বিতীয় উইকেটে শেফালি ভার্মা এবং জেস জোনাসনের তাণ্ডব থামানো যায়নি। দ্রুত ম্যাচ শেষ করাতেই নজর ছিল এই দুই ব্যাটারের। ১৫.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই লক্ষ্য পূরণ দিল্লির। শেফালি ৪৩ বলে ৮০ এবং জোনাসন ৩৮ বলে ৬১ রানে অপরাজিত।