ICC ODI World Cup: চিন্নাস্বামীর পদপিষ্টের রেশ, বেঙ্গালুরু থেকে সরল বিশ্বকাপের ম্যাচ
ICC Women’s ODI World Cup: আমেদাবাদে ফাইনাল হয়েছিল। পরদিন ট্রফি নিয়ে বেঙ্গালুরু ফেরেন বিরাট কোহলি, রজত পাতিদাররা। চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠানের আগেই ভয়ঙ্কর দুর্ঘটনা। প্রচুর জনসমাগম। পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয় প্রচুর ক্রিকেট প্রেমীর। আহত হয়েছিলেন অনেকে।

ঘরের মাঠে বিশ্বকাপ। ভারতীয় মহিলা টিমকে নিয়ে প্রত্যাশা তুঙ্গে। মেয়েদের ক্রিকেটে আইসিসি স্তরে এখনও অবধি একমাত্র সাফল্য বলতে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের খেতাব। সিনিয়র স্তরে কোনও ফরম্যাটেই আইসিসি ট্রফি আসেনি। এ বার ভারতের পাশাপাশি মেয়েদের বিশ্বকাপে যুগ্ম আয়োজক শ্রীলঙ্কাও। তবে ভারতীয় দলের ম্যাচগুলির বেশির ভাগই ঘরের মাঠের সমর্থকদের সামনে। কিন্তু এখানেও রদবদল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ছিল বিশ্বকাপের ম্যাচ। এই ভেনু পরিবর্তন করা হল। প্রেস রিলিজের মাধ্যমে আইসিসি এই পরিবর্তনের কথা জানিয়ে দিয়েছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং উইমেন্স প্রিমিয়ার লিগ। দুই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেই টিম রয়েছে বেঙ্গালুরুর। উইমেন্স প্রিমিয়ার লিগে খেতাবও জিতেছে স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে সমস্যা তৈরি হয় গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। ১৮তম সংস্করণে এসে অবশেষে প্রথমবার খেতাব জেতে আরসিবি। আমেদাবাদে ফাইনাল হয়েছিল। পরদিন ট্রফি নিয়ে বেঙ্গালুরু ফেরেন বিরাট কোহলি, রজত পাতিদাররা। চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠানের আগেই ভয়ঙ্কর দুর্ঘটনা। প্রচুর জনসমাগম। পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয় প্রচুর ক্রিকেট প্রেমীর। আহত হয়েছিলেন অনেকে। এই ঘটনার পর থেকেই চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রতিযোগিতা মূলক ক্রিকেট বন্ধ।
মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ শুরু ৩০ সেপ্টেম্বর। বেঙ্গালুরুতে মুখোমুখি হওয়ার কথা ছিল ভারত ও শ্রীলঙ্কার। যদিও এই ভেনু থেকে সব ম্যাচই সরানো হয়েছে। পরিবর্তিত ভেনু অনুযায়ী, ভারত-শ্রীলঙ্কা উদ্বোধনী ম্য়াচ হবে গুয়াহাটিতে। চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ করার জন্য পুলিশের অনুমতি জোগার করতে পারেনি কর্নাটক ক্রিকেট সংস্থা। এই পরিবর্তন তাই হওয়ারই কথা ছিল।
গুয়াহাটি, নবি মুম্বইতে একাধিক ম্যাচ হবে। বেঙ্গালুরুর পরিবর্ত ভেনু নবি মুম্বই। তেমনই কেরালা ক্রিকেট সংস্থার অধীনে থাকা তিরুবনন্তপূরমও ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাবনায় ছিল। যদিও এত দ্রুত মাঠ রেডি করার মতো পরিস্থিতি না থাকায় সেই ভাবনা থেকে পিছিয়ে আসতে হয়। বেঙ্গালুরুতে ম্যাচ না হওয়ার ফলে স্মৃতি মান্ধানা, রিচা ঘোষদের কাছে অনেকটা হতাশার বলা যায়। উইমেন্স প্রিমিয়ার লিগে আরসিবির হয়ে এই মাঠেই খেলেন স্মৃতিরা।
