KL Rahul on Virat Kohli: শব্দ কম পড়ে যাচ্ছে… বিরাট কোহলির ৩০০তম ওডিআই ম্যাচের আগে আপ্লুত রাহুল
Virat Kohli’s 300 ODIs: ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি রবিবার এক মাইলফলকে পৌঁছতে চলেছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মিনি বিশ্বকাপের ম্যাচ বিরাটের জন্য স্মরণীয় হতে চলেছে। কারণ, ভারতের জার্সিতে ওডিআই কেরিয়ারের ৩০০তম ম্যাচের সামনে দাঁড়িয়ে কিং কোহলি।

দুবাই: ফের একটা রবিবার কি দেখা যাবে কোহলির ব্যাটে ম্যাজিক? বিরাট প্রেমীরা প্রবল ভাবে সেটাই চাইছেন। ২ মার্চ, আগামী রবিবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (ICC Champions Trophy) ভারত ও নিউজিল্যান্ডের ম্যাচ। এই ম্যাচ বিরাট কোহলির (Virat Kohli) জন্য খুবই বিশেষ। কারণ তিনি ভারতের জার্সিতে ওডিআই কেরিয়ারের ৩০০তম ম্যাচের সামনে দাঁড়িয়ে রয়েছেন। দেশের জার্সিতে এতগুলো একদিনের ম্যাচ খেলা মোটেও সহজ নয়। রবিবাসরীয় ম্যাচের আগে ভারতের হয়ে প্রেস কনফারেন্সে এসেছিলেন লোকেশ রাহুল (KL Rahul)। সেখানে কী বললেন ভারতের উইকেটকিপার-ব্যাটার?
বিরাট কোহলির মাইলস্টোন ম্যাচের (৩০০তম ওডিআই ম্যাচ) আগে রাহুল বলেন, “বিরাট কোহলি এমন একজন প্লেয়ার, যাঁকে নিয়ে কিছু বলতে গেলে শব্দও কম পড়ে যায়। প্রচুর আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ও। দলের সিনিয়র প্লেয়ার ও। সকলে ওকে খেলতে দেখতে চায়। আশা করছি ওর মধ্যে অনেকগুলো শতরান এখনও বাকি রয়েছে।”
২০০৮ সালে ওডিআইতে অভিষেক হয়েছিল বিরাট কোহলির। এখনও অবধি ভারতের হয়ে ২৯৯টি ওডিআইতে খেলে ১৪০৮৫ রান করেছেন বিরাট। এই ফর্ম্যাটে কোহলির সর্বাধিক ইনিংস ১৮৩। রয়েছে ৫১টি সেঞ্চুরি এবং ৭৩টি হাফসেঞ্চুরি। সদ্য পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করেছেন বিরাট। তাতে গড়েছিলেন এক রেকর্ডও। ওডিআইতে ভারতের হয়ে সবচেয়ে দ্রুত ১৪ হাজার রানের গণ্ডি পেরিয়েছেন বিরাট। এই তালিকায় তাঁর আগে রয়েছেন সচিন তেন্ডুলকর এবং কুমার সঙ্গাকারা। পাকিস্তানের বিরুদ্ধে কোহলির ইনিংস নিয়ে এখনও চর্চা চলছে। এ বার দেখার রবিবার কিউয়ি ম্যাচে তাঁর ব্যাটে এই ফর্ম্যাটে ৫২তম সেঞ্চুরির ঝলক মেলে কিনা।
