মীরপুর : প্রথম ইনিংসে শ্রেয়স আইয়ার-ঋষভ পন্থ জুটি, দ্বিতীয় ইনিংসে শ্রেয়স-অশ্বিন। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও জয়। বাংলাদেশকে ২-০ ক্লিন সুইপ করে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবলে দ্বিতীয় স্থান ধরে রাখল ভারত। ম্যাচের চতুর্থ দিন মীরপুর টেস্টে চাপে ছিল ভারত। অশ্বিনের সৌজন্যেই ঘুরে দাঁড়ানো। দুই ম্যাচের সিরিজে ফুল পয়েন্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তা খোলা রয়েছে ভারতের। যদিও পথটা মসৃণ নয়। টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের অবস্থান, সম্ভাবনা বিস্তারিত TV9Bangla-য়।
বাংলাদেশের বিরুদ্ধে ২-০ সিরিজ জয়ে পয়েন্টের শতকরা হিসেবে উন্নতি করেছে ভারত। বর্তমানে ভারতের পয়েন্ট শতকরা ৫৮.৯২। তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের পয়েন্ট পার্সেন্টেজ ৫৫.৭৬ এবং চতুর্থ স্থানে থাকা শ্রীলঙ্কার ৫৪.৫৫। টেবলে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট পার্সেন্টেজ ৭৬.৯২। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ সাইকেলে অস্ট্রেলিয়ার ফাইনাল নিশ্চিত। দ্বিতীয় স্থানে থেকে ফাইনালের লড়াইয়ে ভারত, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা। ভারতের সম্ভাবনা নির্ভর করছে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের সিরিজের উপর। পাশাপাশি দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার ফলের দিকেও নজর রাখতে হবে। ভারতের এখনও চারটি টেস্ট বাকি। দক্ষিণ আফ্রিকারও চারটি টেস্ট বাকি রয়েছে। তারা অস্ট্রেলিয়ার কাছে হারায় ভারতের লাভ হয়েছে। বক্সিং ডে-তে ফের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে প্রোটিয়ারা।