মুম্বই: ভারতে মেয়েদের ক্রিকেটের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। এতদিন ছেলেদের আইপিএল নিয়েই শুধু মাতামাতি ছিল, এ বার থেকে ক্রিকেট প্রেমীরা উইমেন্স প্রিমিয়ার লিগ নিয়েও যথেষ্ট আগ্রহী। আগামী কাল, শনিবার উইমেন্স প্রিমিয়ার লিগের ডাবল হেডার রয়েছে। শনিবারের প্রথম ম্যাচে সাক্ষাৎ হবে মুম্বই ও ইউপির। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) এবং স্নেহ রানার গুজরাট জায়ান্টস (Gujarat Giants)। এ বারের ডব্লিউপিএলে (WPL) আরসিবিই একমাত্র দল, যারা টানা ৫ ম্যাচে হারার পর শেষ ম্যাচে ২ পয়েন্ট পেয়েছে। গুজরাটের সঙ্গে শেষ বার যখন স্মৃতির দল মুখোমুখি হয়েছিল, সেই ম্যাচে গুজরাট ১১ রানে জিতেছিল। এ বার তাই আরসিবির দলের কাছে বদলার ম্যাচ। ইউপির বিরুদ্ধে শেষ ম্যাচে জিতেছিল আরসিবি। এখনও তাদের কাছএ নকআউটে ওঠার সম্ভবনা রয়েছে। টুর্নামেন্টে বাকি থাকা দু’টি ম্যাচে আরসিবিকে জিততে হবে। শুধু তাই নয়, ২টি ম্যাচে জেতার পর আরসিবিকে তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলির দিকে। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন ডব্লিউপিএলের প্রথম সংস্করণের ১৬তম ম্যাচ।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচটি কবে হবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচটি (১৮ মার্চ) আগামী কাল, শনিবার হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচটি কোথায় হবে?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচটি মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে হবে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ নাগাদ। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচের লাইভ স্ট্রিমিং?
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাট জায়ান্টসের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮। মোবাইলে মেয়েদের আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।
রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াড: স্মৃতি মান্ধানা (অধিনায়ক), সোফি ডিভাইন, এলিস পেরি, রেনুকা সিং, রিচা ঘোষ, এরিন বার্নস, দিশা কাসত, ইন্দ্রানী রায়, শ্রেয়াঙ্কা পাটিল, কনিকা আহুজা, আশা শোভানা, হেদার নাইট, ডেন ভ্য়ান নিকার্ক, প্রীতি বোস, পুনম খেমনার, কোমল জানজাদ, মেগান শুট, সাহানা পওয়ার।
গুজরাট জায়ান্টস স্কোয়াড: অ্যাশলে গার্ডনার, স্নেহ রানা (অধিনায়ক), সোফিয়া ডাঙ্কলি, অ্যানাবেল সাদারল্য়ান্ড, হরলীন দেওল, দিয়েন্দ্র ডটিন, লরা উলফার্ট, সাব্বিনেনি মেঘনা, জর্জিয়া ওয়্যারহ্য়াম, মানসী যোশী, মনিকা প্য়াটেল, তনুজা কানওয়ের, সুষমা ভার্মা, হার্লি গালা, অশ্বিনী কুমারি, শবনম এমডি।