WPL 2023, UPW vs RCB Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন ডব্লিউপিএলে ইউপি বনাম আরসিবি ম্যাচ

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Mar 14, 2023 | 5:17 PM

UP Warriors vs Royal Challengers Bangalore Live Streaming: ডব্লিউপিএলে বুধবার টুর্নামেন্টের ১৩তম ম্যাচে মুখোমুখি হবে ইউপি ওয়ারিয়র্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

WPL 2023, UPW vs RCB Live Streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন ডব্লিউপিএলে ইউপি বনাম আরসিবি ম্যাচ
Image Credit source: গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

মুম্বই: হারের সরণী থেকে কীভাবে জয়ের গাঁথা বুনবে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর? টানা পাঁচটি ম্যাচে হারের পর এই প্রশ্নের উত্তর খুঁজে হয়রান স্মৃতি মান্ধানারা। চটজলদি এর সমাধান খুঁজতে হবে। কারণ উইমেন্স প্রিমিয়র লিগে (WPL 2023) বুধবারই মাঠে নেমে পড়ছে আরসিবি। প্রতিপক্ষ ইউপি ওয়ারিয়র্স। চলতি ডব্লিউপিএলে পাঁচটি ম্যাচ খেলে পাঁচটিতেই হেরেন স্মৃতিরা। শূন্য পয়েন্ট নিয়ে তালিকার একদম নীচে অবস্থান আরসিবির (RCB)। অ্যালিসা হিলির নেতৃত্বাধীন ইউপি ওয়ারিয়র্স এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে ২টিতে জয় ও দুটি ম্যাচে হার দেখেছে। ৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে ইউপি। আত্মবিশ্বাসীদের তলানিতে থাকা আরসিবিকে আরও একবার হারাতে তৈরি অ্যালিসা হিলিরা। শেষবার আরসিবিকে ১০ উইকেটে বড়সড় হারের স্বাদ দিয়েছিল ইউপি ওয়ারিয়র্স। TV9Bangla-র এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে দেখবেন ডব্লিউপিএলের প্রথম সংস্করণের ১৩তম ম্যাচ।

রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম ইউপি ওয়ারিয়র্সের ম্যাচটি কবে হবে?

রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম ইউপি ওয়ারিয়র্সের ম্যাচটি (১৫ মার্চ) আগামী কাল, বুধবার হবে।

রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম ইউপি ওয়ারিয়র্সের ম্যাচটি কোথায় হবে?

রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম ইউপি ওয়ারিয়র্সের ম্যাচটি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্পোর্টস স্টেডিয়ামে হবে।

রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম ইউপি ওয়ারিয়র্সের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম ইউপি ওয়ারিয়র্সের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ নাগাদ। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম ইউপি ওয়ারিয়র্সের ম্যাচের লাইভ স্ট্রিমিং?

রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম ইউপি ওয়ারিয়র্সের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮। মোবাইলে মেয়েদের আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে। পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগের প্রতিটি ম্যাচের লাইভ আপডেট দেখতে পাওয়া যাবে TV9Bangla ওয়েবসাইটে।

Next Article