উইমেন্স প্রিমিয়ার লিগের মিনি অকশন হল আজ। পাঁচ ফ্র্যাঞ্চাইজি বেশির ভাগ প্লেয়ারকেই রিটেন করেছিল। অকশনে নজর ছিল নতুন প্রতিভাদের দিকে। ডব্লিউপিএলের তৃতীয় সংস্করণের জন্য নিজেদের স্কোয়াডের ঘাটতি গুলো পূরণ করে নিল ফ্র্যাঞ্চাইজিগুলি। উদ্বোধনী সংস্করণ জিতেছিল মুম্বই ইন্ডিয়ান্স। গত মরসুমে চ্যাম্পিয়ন হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তৃতীয় মরসুমের অকশনে তারকা ক্রিকেটাররা নন, বরং তাক লাগিয়ে দিলেন দেশের নতুন প্রতিভারাই। তেমনই চমকে দেওয়া বিষয়, অবিক্রিতই থেকে গেলেন মেয়েদের ক্রিকেটে দেশের তারকা স্নেহ রানা। অবিক্রিত রইলেন ইংল্যান্ড অধিনায়ক হেদার নাইটও।
অকশনে চমকে দিলেন মুম্বইয়ের অলরাউন্ডার সিমরন শেখ। তাঁর বেস প্রাইস ছিল মাত্র ১০ লক্ষ টাকা। অকশনে ১.৯ কোটি টাকায় তাঁকে নিল গুজরাট জায়ান্টস। অন্য দিকে, আর এক চমক ১৬ বছরের তামিলনাডু ওপেনার কমলিনী। তাঁকে ১৬ বছরের কমলিনীকে ১.৬ কোটিতে নিল মুম্বই ইন্ডিয়ান্স। উত্তরাখণ্ডের লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে ১.২ কোটিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
বিদেশি প্লেয়ারদের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার দিয়েন্দ্র ডটিনকে ১.৭ কোটি টাকায় নিল গুজরাট ফ্র্যাঞ্চাইজি। মজার বিষয়, প্রথম মরসুমের পর ডটিনকে ছেড়ে দিয়েছিল জায়ান্টস। যা নিয়ে বিতর্কও হয়েছিল। প্রতিটা টিমই যেহেতু রেডিই ছিল, অকশনে ১২৪ জনের মধ্যে দল পেলেন মাত্র ১৯ জন। সবচেয়ে বেশি দর পাওয়া সিমরন আগেও খেলেছেন ডব্লিউপিএলে। তবে প্রথমবার খেলতে চলেছেন কমলিনী ও প্রেমা রাওয়াত।
এ বছরের অকশনে যে ফ্র্যাঞ্চাইজি যাঁদের কিনল