লন্ডন : মিউজিক্যাল চেয়ার ঠিক নয়। তবে সুস্থ মাথাব্যাথা অবশ্যই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন করতে বাধ্য হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। যে পরিকল্পনা ধরে এগোচ্ছিল, তার অনেকটাই ধাক্কা খেয়েছে গত ডিসেম্বরে। বরং বলা ভালো তারও আগে। চোটের কারণে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে জসপ্রীত বুমরা। গুরুতর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিলেন কিপার-ব্যাটার ঋষভ পন্থ। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে তাঁর। বর্ডার-গাভাসকর ট্রফিতে চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। তারও মাঠে ফেরার নির্দিষ্ট কোনও খবর নেই। আইপিএলের মাঝে চোট পান লোকেশ রাহুল। এক ঝাঁক চোটে ভারতের পরিকল্পনায় একের পর এক ধাক্কা খেয়েছিল। এ বছর দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপও রয়েছে। আপাতত লক্ষ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতে এক দশকে আইসিসির ট্রফি খরা কাটানো। আর তার আগে মাথাব্যাথা কিপার-ব্যাটার। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports -এর এই প্রতিবেদনে।
ঋষভ পন্থ না থাকায় টেস্ট চ্যাম্পিয়নশিপের স্কোয়াডে প্রথম পছন্দ ছিলেন শ্রীকার ভরত। কিন্তু ব্যাক আপ হিসেবে ছিলেন লোকেশ রাহুলও। সীমিত ওভারের ফরম্যাটে কিপিং করেছেন রাহুল। হয়তো ব্যাটিং শক্তিশালী করতে রাহুলকে কিপার হিসেবেও খেলানোর পরিকল্পনা ছিল। কিন্তু আইপিএলে চোট পেয়ে রাহুলও ছিটকে যাওয়ায় চিন্তা বাড়ে। জাতীয় দল থেকে বাদ পড়া অভিজ্ঞ ঋদ্ধিমান সাহার জন্য ক্রিকেট প্রেমী থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা সওয়াল করলেও টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্তে অনড় থাকে। আইপিএলে দুর্দান্ত কিপিং এবং ব্যাটিংয়ের পরও ব্রাত্যই থাকেন ঋদ্ধি। আইপিএলে গুজরাট টাইটান্সে ছিলেন শ্রীকার ভরতও। টেস্টে তাঁকেই ঋষভ পন্থের বিকল্প হিসেবে রাখা হয়েছে দীর্ঘ সময়। ঋষভ না থাকায় আইপিএলের আগে বর্ডার-গাভাসকর ট্রফিতে কিপিং করেন শ্রীকার ভরতই। তবে বিদেশের মাটিতে অভিজ্ঞতা তেমন নেই। কিন্তু বিকল্প?
ঈশান কিষাণকে শেষ মুহূর্তে স্কোয়াডে যোগ করা হলেও তাঁর এখনও অভিষেকই হয়নি। সীমিত ওভারের ফরম্যাটে ঈশান কিষাণ নিঃসন্দেহে দক্ষ ব্যাটার। তবে আন্তর্জাতিক মঞ্চে, তাও আবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সেফ কিপার বেশি জরুরি। মাত্র চারটি টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে তাঁকে নিয়েও খুব বেশি প্রত্যাশা না করাই শ্রেয়। তবে ডাকাবুকো ব্যাটিং এবং তুলনামূলক সেফ কিপিংয়ের দিকে শ্রীকার ভরতই সেরা অপশন।
আইপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ারে কনকাশন হয়েছিল ঈশান কিষাণের। বেশ কিছুক্ষণ কিপিং করেননি। কনকাশন পরিবর্ত নামানো হয়েছিল। সেই সমস্যা মিটলেও ওভালে নতুন সমস্যা। ফাইনালের ভেনুতে প্রথম অনুশীলেন নেটে দীর্ঘসময় ব্যাট করেন ঈশান। এমন পরিস্থিতিতে বাঁ হাতে চোট পান। যদিও চোট কতটা গুরুতর, নিশ্চিত নয়।