Yashasvi Jaiswal: টেস্টে ৪০-এর বেশি সেঞ্চুরি করবে… যশস্বীকে নিয়ে ভবিষ্যদ্বাণী অজি অলরাউন্ডারের

IND vs AUS, BGT: বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টের প্রথম ইনিংসে শূন্যে ফিরেছিলেন যশস্বী। এরপর দ্বিতীয় ইনিংসে ২৯৭ বলে ১৬১ রান করেন ভারতীয় ওপেনার। তাঁর ইনিংস সাজানো ছিল ১৫টি চার ও ৩টি ছয় দিয়ে।

Yashasvi Jaiswal: টেস্টে ৪০-এর বেশি সেঞ্চুরি করবে... যশস্বীকে নিয়ে ভবিষ্যদ্বাণী অজি অলরাউন্ডারের
Yashasvi Jaiswal: টেস্টে ৪০-এর বেশি সেঞ্চুরি করবে... যশস্বীকে নিয়ে ভবিষ্যদ্বাণী অজি অলরাউন্ডারেরImage Credit source: PTI
Follow Us:
| Updated on: Nov 27, 2024 | 5:41 PM

কলকাতা: অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে প্রথম টেস্টে শূন্য থেকে শতরানের মালিক হয়েছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। আর তার সাক্ষী থেকেছে পারথ। ভারতের (India) তরুণ ওপেনার এখন লাইমলাইটে। বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টের প্রথম ইনিংসে শূন্যে ফিরেছিলেন যশস্বী। এরপর দ্বিতীয় ইনিংসে ২৯৭ বলে ১৬১ রান করেন ভারতীয় ওপেনার। তাঁর ইনিংস সাজানো ছিল ১৫টি চার ও ৩টি ছয় দিয়ে। ২২ বছরের যশস্বীকে নিয়ে এ বার এক ভবিষ্যদ্বাণী করেছেন অজি অলরাউন্ডার। তাঁর মতে, টেস্টে ৪০টিরও বেশি সেঞ্চুরি করবেন যশস্বী। কোন অজি ক্রিকেটার যশস্বীকে নিয়ে এমন কথা বলেছেন?

দ্য গ্রেড ক্রিকেটার পডকাস্টে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল বলেন, ‘ও (যশস্বী জয়সওয়াল) এমন একজন প্লেয়ার, যে সম্ভবত টেস্টে ৪০টিরও বেশি সেঞ্চুরি করবে। এবং আলাদা রেকর্ড গড়বে। ওর মধ্যে ভিন্ন ভিন্ন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা রয়েছে।’ এখনও অবধি ১৫টি টেস্টে খেলেছেন যশস্বী। তাতেই এসেছে ৪টি সেঞ্চুরি। টেস্টে মোট তিনি ১৫৬৮ রান করেছেন। গড় ৫৮.০৭। তার মধ্যে সর্বাধিক ২১৪*। ১৫টি টেস্টের ২৮টি ইনিংসে ৪টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ৮টি হাফসেঞ্চুরি।

সেখানেই থেমে যাননি গ্লেন ম্যাক্সওয়েল। তিনি বলেন, ‘ও এমন অনেক শট খেলে, যা হাইলাইট প্যাকেজে থাকে। এ ছাড়াও যে বলগুলো ও ছাড়ে সেগুলোও দেখার মতো। ওর ফুটওয়ার্ক অসাধারণ। ওর মধ্যে খুব বেশি দুর্বলতা চোখে পড়ে না। শর্ট বলে ভালো খেলে, ড্রাইভ ভালো খেলে। স্পিনের বিরুদ্ধে অসাধারণ এবং চাপের পরিস্থিতিতেও মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। যদি পরের ম্যাচগুলোতে অস্ট্রেলিয়া ওকে থামানোর রাস্তা খুঁজে না পা, তা হলে চাপে পড়ে যাবে।’