Yashasvi Jaiswal: হার্টলিকে লম্বা ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি যশস্বীর, প্রবল চাপে ইংল্যান্ড

Feb 02, 2024 | 5:14 PM

India vs England, 2nd Test: লাঞ্চ বিরতির আগে অর্ধশতরান পূর্ণ করেন যশস্বী। দ্বিতীয় সেশনে এক ঘণ্টা কাটতে না কাটতেই তিন অঙ্কের রানে পৌঁছে যায় বছর ২২ এর যশস্বী। প্রথম সেশনে ৮৮ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন ভারতীয় ওপেনার যশস্বী। এরপর দ্বিতীয় সেশন চলাকালীন ১৫১ বলে শতরান পূর্ণ করেন যশস্বী। টম হার্টলির ডেলিভারি যশস্বী বাউন্ডারিতে পাঠাতেই উচ্ছ্বাসে ফেঁটে পড়েন ভারতীয় সমর্থকরা।

Yashasvi Jaiswal: হার্টলিকে লম্বা ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি যশস্বীর, প্রবল চাপে ইংল্যান্ড
Yashasvi Jaiswal: যশস্বীর দুরন্ত সেঞ্চুরিতে পাল্টা চ্যালেঞ্জ স্টোকসদের
Image Credit source: AFP

Follow Us

কলকাতা: যশস্বী ভব! অনেক দিন পর আবার ভারতীয় ক্রিকেট প্রেমীরা এ কথা বলার সুযোগ পেলেন। ডমিনিকায় যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) ড্রিম ডেবিউ হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে শতরান করেছিলেন ভারতের তরুণ তুর্কি। এ বার কেরিয়ারের ষষ্ঠ টেস্ট (Test) খেলতে নেমে করলেন দ্বিতীয় সেঞ্চুরি। বিশাখাপত্তনমে লাঞ্চ বিরতির আগে অর্ধশতরান পূর্ণ করেন যশস্বী। দ্বিতীয় সেশনে এক ঘণ্টা কাটতে না কাটতেই তিন অঙ্কের রানে পৌঁছে যায় বছর ২২ এর যশস্বী। টম হার্টলিকে ছয় মেরে সেঞ্চুরি পূর্ণ করেন যশস্বী। তরতরিয়ে টিম ইন্ডিয়ার স্কোরবোর্ডে জুড়তে থাকে রান।

প্রথম সেশনে ৮৮ বলে অর্ধশতরান পূর্ণ করেছিলেন ভারতীয় ওপেনার যশস্বী। এরপর দ্বিতীয় সেশন চলাকালীন ১৫১ বলে শতরান পূর্ণ করেন যশস্বী। টম হার্টলির ডেলিভারি যশস্বী বাউন্ডারিতে পাঠাতেই উচ্ছ্বাসে ফেঁটে পড়েন ভারতীয় সমর্থকরা। আর দু’হাত হাওয়ায় ভাসিয়ে হাসতে হাসতে তৃপ্তির শ্বাস নিতে দেখা যায় যশস্বীকে। শতরান করার পথে যশস্বীর ব্যাটে আসে ১১টি চার এবং ৩টি ছয়। ডাগআউট থেকে সকলে উঠে দাঁড়িয়ে যশস্বীকে শুভেচ্ছা জানান।

উত্তরপ্রদেশের ছেলে যশস্বী জয়সওয়াল যে লম্বা রেসের ঘোড়া, তা দেশ-বিদেশের একাধিক প্রাক্তন তারকা ক্রিকেটাররা অতীতে বলেছিলেন। এ বার দেশের মাটিতে কেরিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করে যশস্বী বুঝিয়েছিলেন ওপেনিংয়ে তিনি যোগ্য। টেস্টে যশস্বীর সর্বাধিক রান ১৭১। তা নেলসন ম্যান্ডেলার দেশে। এ বার দেখার দেশের মাটিতে সেই পারফরম্যান্সকে যশস্বী ছাপিয়ে যেতে পারেন কিনা।

 

Next Article