কলম্বো: তারুণ্য বনাম অভিজ্ঞতার লড়াই… কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো বিশ্বমানের ব্যাটারদের উইকেট যেন হাসতে হাসতে তুলে নিলেন ২০ বছরের এক লঙ্কান তরুণ স্পিনার। তিনি দুনিথ ওয়াল্লালাগে (Dunith Wellalage)। যিনি দেশের হয়ে ১৩তম ওডিআই ম্যাচ খেলছেন। চলতি এশিয়া কাপে (Asia Cup 2023) ভারতের বিরুদ্ধে নামার আগে তিন ম্যাচে দুনিথ নিয়েছিলেন ৪টি উইকেট। তবে আজ কলম্বোতে তাঁর প্রাপ্তি তিনটি বড় উইকেট। লঙ্কান স্পিনারের প্রথম শিকার, টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি শুভমন গিল। দ্বিতীয় ও তৃতীয় শিকার যথাক্রমে বিরাট কোহলি ও রোহিত শর্মা। কার্যত সেমি নিউ বলে বল করতে এসে যে কারুকাজ দেখালেন, প্রশংসা প্রাপ্য। নিয়ন্ত্রণ, ফ্লাইট, আর্মার এবং মাপা টার্ন সব রয়েছে কুড়ি বছরের স্পিনারের বলে। তিনি যে বহুদূর যাবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের ওপেনিং জুটিত শুরুটা ভালোই করেছিলেন রোহিত শর্মা ও শুভমন গিল। এরপরই সব তছনছ করতে বোলিংয়ে আসেন লঙ্কান স্পিনার দুনিথ ওয়াল্লালাগে। ১২তম ওভারে টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার শুভমন গিলকে কার্যত মাটি ধরিয়ে দেন দুনিথ ওয়াল্লালাগে। যে ডেলিভারিতে শুভমনকে বোল্ড করেছেন দুনিথ ওয়াল্লালাগে, তা যে কোনও স্পিনারের কাছে স্বপ্নের ডেলিভারি।
#INDvsSL Great bold by youngster Dunith Wellalage❤️ pic.twitter.com/PnpJKrKpME
— HIGHLIGHTS (@Bilalsajid91813) September 12, 2023
পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন কোহলি। এ দিন লঙ্কান স্পিনার দুনিথের বলের গতিই বুঝতে পারেননি কোহলি। ফলে মাত্র ৩ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় বিরাট কোহলিকে। সোজা মিড উইকেটে থাকা লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বিরাটের ক্যাচ তালুবন্দি করেন।
Virat kohli’s wicket pic.twitter.com/BXTzQgLQt3
— Akash Kharade (@cricaakash) September 12, 2023
গিল-বিরাটের পর রোহিত শর্মাকে আউট করার জন্য অন্য পন্থা অবলম্বন করেন বছর কুড়ির দুনিথ ওয়াল্লালাগে। তাঁর আর্মারে বোল্ড হন রোহিত। তরুণ লঙ্কান স্পিনারের দাপটে ৫৩ রানেই থামেন রোহিত।
#INDvsSL OMG AGAIN Dunith Wellalage takes out three Shubham,Kholi and now Rohit…Respect for Youngster❤️ pic.twitter.com/U0L8JzoP9f
— HIGHLIGHTS (@Bilalsajid91813) September 12, 2023
এই বাঁ হাতি স্পিনারকে সামলানোর জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্ট লোকেশ রাহুলের আগে ঈশান কিষাণকে পাঠায়। তবে ভারতের বিরুদ্ধে শুরুতেই তরুণ ওয়াল্লালাগে যে চমক দেখালেন, তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে ক্রিকেট মহলে। অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার ক্যাপ্টেন ছিলেন তিনি। ধীরে ধীরে আপাতত সিনিয়র টিমেও নিজের জায়গা করে নিচ্ছেন। কলম্বোর সেন্ট জোসেফ কলেজে পড়েন তিনি। পড়াশোনা ও খেলাধুলা একসঙ্গে চালিয়ে যাচ্ছেন তিনি। দেশের হয়ে এখনও অবধি ১২টি ম্যাচে খেলেছেন। তাতে যা চমক দেখাচ্ছেন তিনি, সকলেই বলছেন মুরলীধরনের দেশ আর এক দুরন্ত স্পিনারের জন্ম দিয়েছে।