কলকাতা: ভারতের ‘হাসমুখ’ (খোশমেজাজি) ক্রিকেটার কে? এই কথা উঠলেই ভেসে আসে বিশ্বজয়ী প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh) এবং প্রাক্তন তারকা বোলার হরভজন সিং (Harbhajan Singh) এর নাম। বাইশ গজে তাঁরা ছিলেন সতীর্থ ও ভালো বন্ধু। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও তাঁদের বন্ধুত্ব কমেনি। মাঠে তো বটেই, মাঠের বাইরেও তাঁদের কেমিস্ট্রি দেখার মতো। দু’জনই পঞ্জাব দা পুত্তর। একসঙ্গে ঘরোয়া ক্রিকেটে খেলা থেকে শুরু করে জাতীয় দলে একই জার্সিতে বহু ম্যাচ খেলেছেন। তাঁদের খুনসুটিও বেশ উপভোগ করেন অনুরাগীরা। সম্প্রতি তাঁদের পুরনো এক ভিডিয়ো ভাইরাল। যেখানে দেখা গিয়েছে সবচেয়ে ফেকু ক্রিকেটার (মিথ্যেবাদী ক্রিকেটার) কে? জানিয়েছেন ভাজ্জি ও যুবি।
জি টিভির এক পুরনো শো ‘ইয়ারো কি বারাত’এ এক বার একসঙ্গে গিয়েছিলেন হরভজন সিং ও যুবরাজ সিং। সালটা ২০১৬। ওই শো-তে তাঁরা বেশ মজা করেছিলেন। সেখানে দুই সঞ্চালক রিতেশ দেশমুখ ও সাজিদ খান দুই ভারতীয় ক্রিকেটারকে প্রশ্ন করেছিলেন, তাঁদের মতে কোন ক্রিকেটার সবচেয়ে ফেকু। ওই প্রশ্নের উত্তরে সঙ্গে সঙ্গে পাতায় নাম লিখে ফেলেন ভাজ্জি। অন্যদিকে যুবিকে অনেক ভাবনাচিন্তা করতে দেখা যায়। এরপর দেখা যায় যুবরাজ সিং ফেকু ক্রিকেটার হিসেবে লিখেছিলেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব আখতারের নাম। আর ভাজ্জি লিখেছিলেন দুটি নাম। এক, শোয়েব আখতার। দুই, রবীন্দ্র জাডেজা।
হরভজন ও যুবরাজ বিস্তারিত জানান যে তাঁরা কেন শোয়েব আখতার ও রবীন্দ্র জাডেজা সবচেয়ে ফেকু ক্রিকেটার বলেছেন। যুবি বলেন, ‘শোয়েব আখতারের বিশ্বের বিভিন্ন প্রান্তেই নাকি বাড়ি রয়েছে। ওর ইতালিতে ২ মিলিয়নের বাড়ি আছে। স্পেনে ৫ মিলিয়নের বাড়ি আছে। এটা ঠিক যে ক্রিকেট খেলে আমরাও টাকা রোজগার করি। কিন্তু এতটাও না। ফলে ও কী ভাবে এই বাড়িগুলো কিনেছে জানা নেই। আর সবচেয়ে অবাক করার হল, যখনই ও আমাদের ওর বাড়িতে যাওয়ার আমন্ত্রণ জানায় তখন নিজে সেখানে থাকে না।’ এরপর হরভজন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ফেকু বলতে গিয়ে বলেন, ‘ঘোড়ার যে আকার বলে জাড্ডু তা অনেকটা বড়। এমনকি ও বলে আমার শহরে উটের মতো বড় ঘোড়া রয়েছে।’