Yuvraj Singh: শ্রেয়স ব্যর্থ হতেই ৪ নম্বরে ভারতের বিকল্প পরামর্শ যুবরাজের

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Oct 08, 2023 | 9:27 PM

ICC World Cup 2023: চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপ যাত্রা শুরু করল রোহিত শর্মার ভারত ও প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। টস জিতে প্রথমে ব্যাটিং করে অজিরা। ১৯৯ রান তোলে। ২০০-র টার্গেট তাড়া করতে নেমে পরপর ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত।

Yuvraj Singh: শ্রেয়স ব্যর্থ হতেই ৪ নম্বরে ভারতের বিকল্প পরামর্শ যুবরাজের
Yuvraj Singh: শ্রেয়স ব্যর্থ হতেই ৪ নম্বরে ভারতের বিকল্প পরামর্শ যুবরাজের

Follow Us

চেন্নাই: মাত্র ২টো ওভার… সব যেন ওলটপালট হয়ে গেল ভারতের। টিম ইন্ডিয়ার ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে বিশ্বকাপ (ICC World Cup) ডেবিউ ম্যাচ খেলতে নামা ঈশান কিষাণকে ফিরিয়ে দেন মিচেল স্টার্ক। এরপর দ্বিতীয় ওভারে জশ হ্যাজলউডের শিকার ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। ঈশানের পর তিনিও ফেরেন শূন্যে। ওই ওভারেই ভারতের আরও এক বিশ্বকাপ অভিষেককারীকে ফেরান হ্যাজলউড। চার নম্বরে নেমে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ফেরেন শূন্যে। স্কোরবোর্ডে রান বাড়ার নাম নেই, পরপর উইকেট পড়ে গেল। এরপর বিরাট কোহলি ও লোকেশ রাহুল জুটি ভারতকে এগিয়ে নিয়ে গেল। বিশ্বকাপ শুরু হওয়ার অনেক আগে থেকেই বার বার চার নম্বর পজিশন নিয়ে আলোচনা হয়েছে। এই চার নম্বর জায়গায় ভারত কম পরীক্ষা করেনি। কিন্তু সাফল্য ধরা দেয়নি। আজ চিপকে চার নম্বরে নেমে যেভাবে আউট হলেন শ্রেয়স, তারপর তাঁর দিকে আঙুল তুললেন ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিং (Yuvraj Singh)। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

টিম ইন্ডিয়ার ৪ নম্বরের অন্যতম সেরা স্টার ছিলেন যুবরাজ সিং। তারপর আর চার নম্বরে কেউ ছাপ রাখতে পারেননি। এ বারের বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে শ্রেয়স আইয়ার ব্যর্থ হতেই ৪ নম্বরের জন্য বিকল্প পরামর্শ যুবরাজ সিংয়ের। সোশ্যাল মিডিয়া সাইট ‘এক্স’-এ ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ লেখেন, ‘চার নম্বর ব্যাটারকে চাপ সামলাতে হয়। যখন দল নতুন করে ইনিংসের ভিত গড়ে তোলার চেষ্টা করছে, ওই পরিস্থিতিতে দাঁড়িয়ে শ্রেয়স আইয়ারের থেকে আরও ভালো ভাবনাচিন্তা কাম্য করি। এখনও বুঝছে পারছি না যে, কেন চার নম্বরে কেএল রাহুল ব্যাটিং করছে না। পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করার পরও।’ একইসঙ্গে যুবি লেখেন, ‘বিরাটের ক্যাচ মিস করাটা অস্ট্রেলিয়াকে ভোগাতে পারে।’

২০১৯ বিশ্বকাপের আগে অম্বাতি রায়ডুকে স্ট্যান্ডবাইতে রাখা হয়েছিল। চার নম্বরের বিকল্প হিসেবে। কিন্তু প্রয়োজন পড়লেও তাঁকে ডাকাই হয়নি। বিজয় শঙ্করকে নেওয়া হয় সেই সময়। তাঁকে নেওয়া নিয়ে টিম ম্যানেজমেন্টের যুক্তি ছিল ‘বিজয় থ্রি ডায়মেনশনাল প্লেয়ার’। সেই যুক্তি ধোপে টেকেনি। গত বিশ্বকাপে চার নম্বরে বিজয় শঙ্করের পর দীনেশ কার্তিক ও ঋষভ পন্থকে খেলানো হয়েছিল, তাতেও সাফল্য আসেনি। মাঝে ৪ বছর কেটে গিয়েছে। তাতেও সেরা বিকল্প ভারতীয় টিম খুঁজে পায়নি। শুধু পরীক্ষাই হয়েছে।

 

Next Article