Yuvraj Singh: মার্লিন গ্রুপ এবং যুবরাজ সিং সেন্টার অফ এক্সিলেন্সের স্কলারশিপ সাড়ে ৩ বছরের ঋষিকাকে

Bengal Cricket: যুবরাজ সিং সেন্টার অফ এক্সিলেন্সে ঋষিকাকে সপ্তাহে তিন দিন কোচিং করানো হবে। ব্যক্তিগত ভাবে নজর রাখবেন কোচেরা। মার্লিন রাইজ এবং ক্লাব প্যাভিলিয়ন, মার্লিন রাইজের স্পোর্টস ক্লাব ঋষিকার ডায়েট তালিকা মেনে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করবে। ওয়াইএসসিই নিয়মিত তার পারফরম্যান্স পর্যবেক্ষণ করবে এবং ম্যাচ খেলার সুযোগ করে দেবে। মার্লিন গ্রুপ তার এলাকার কাছাকাছি একটি স্কুল চিহ্নিত করবে এবং পড়াশোনার সমস্ত খরচ বহন করবে।

Yuvraj Singh: মার্লিন গ্রুপ এবং যুবরাজ সিং সেন্টার অফ এক্সিলেন্সের স্কলারশিপ সাড়ে ৩ বছরের ঋষিকাকে
Image Credit source: OWN Arrangement
Follow Us:
| Edited By: | Updated on: Jun 28, 2024 | 7:01 PM

প্রতিভা তুলে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যুবরাজ সিং সেন্টার অফ এক্সিলেন্স এবং মার্লিন গ্রুপ। এ বার সাড়ে তিন বছরের ক্রিকেট প্রতিভা ঋষিকা সরকারকে স্কলারশিপ দিল মার্লিন গ্রুপ। ক্রিকেট আইকন যুবরাজ সিং, যিনি এই বারের আইসিসি টি-২০ বিশ্বকাপের অফিসিয়াল ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ টি-টোয়েন্টি খেলা চলাকালীন এই স্কলারশিপ ঘোষণা করেছে।

আজ এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ছোট ঋষিকাকে এই স্কলারশিপ দেওয়া হয়। উপস্থিত ছিলেন, মার্লিন গ্রুপের ডিরেক্টর সত্যেন সাঙ্ঘভি, ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং ওয়াইএসসিই-এর প্রধান কোচ সতিন্দর সিং। স্কলারশিপের পাশাপাশি ছোট ঋষিকার হাতে ক্রিকেটের সমস্ত সরঞ্জাম এবং জার্সি উপহার হিসাবে তুলে দেন প্রাক্তন ভারতীয় ফুটবলার এবং আর টেন ফুটবল অ্যাকাডেমির প্রধান কোচ কৃষ্ণেন্দু রায়।

মার্লিন গ্রুপের ওয়াইএসসিই এর প্রধান এই ক্রিকেট আইকন তাঁর শুভেচ্ছা পাঠিয়ে বলেছেন, ‘কলকাতার মার্লিন রাইজের যুবরাজ সিং সেন্টার অফ এক্সিলেন্স তরুণ ক্রিকেট প্রতিভাদের এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলায় ক্রিকেটের প্রতিভা সবসময় এগিয়ে ছিল এবং আমরা ঋষিকা সরকারের মতো প্রতিভাকে বিশেষ স্কলারশিপ দিচ্ছি। ওর খেলার ভিডিও দেখেছি এবং এত অল্প বয়সেও খুব প্রতিভাবান। কলকাতার মার্লিন রাইজ-এ ওয়াইএসসিই-র আমাদের হাই পারফরম্যান্স ট্রেনিং সেন্টারে ওর প্রশিক্ষণে সহায়তা করবে এবং আমাদের কোচেরা তার প্রতিভাকে আরো ভালো ভাবে এগিয়ে যেতে সাহায্য করবেন।’

মার্লিন গ্রুপের এমডি সাকেত মোহতা বলেন, ‘ঋষিকা সরকারকে প্রশিক্ষণে সহায়তা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ওর খেলার জন্য যে অত্যাধুনিক শিক্ষার প্রয়োজন, তার দায়িত্ব নিয়েছি। মার্লিন রাইজে ইতিমধ্যেই ছেলেদের জন্য থেকে প্রশিক্ষণ নেওয়ার সুবিধা রয়েছে। মেয়েদের জন্য এই রেসিডেন্সিয়াল ব্যবস্থা শীঘ্রই শুরু হবে। আমরা তখন ঋষিকাকে এখানে থাকার সুযোগ করে দিতে পারব।’

ঋষিকার প্রতিভায় খুশি হয়ে যুবরাজ সিং নিজের সই করা একটি ক্রিকেট ব্যাট উপহার হিসাবে পাঠিয়েছেন। উল্লেখ্য, সাড়ে তিন বছরের ঋষিকা সরকার নিউটাউনের শহরতলিতে এক দরিদ্র পরিবারের। প্রতিদিন তার পরিবারকে আর্থিক দিক থেকে সংগ্রাম করতে হয়। তা সত্ত্বেও অদম্য ইচ্ছা ছোট ঋষিকাকে দমাতে পারেনি। ক্রিকেটের প্রতি তার আগ্রহ এবং দিনে ছয় ঘণ্টার বেশি অনুশীলনই তার প্রমান। বাবা রাজীব সরকার তাকে সাধারণ ভাবেই অনুশীলন করিয়ে এসেছেন। তাঁর কোচিংয়ের মধ্য দিয়েই স্কোয়্যার ড্রাইভ, কভার ড্রাইভ সবই খেলতে পারে ঋষিকা।

যুবরাজ সিং সেন্টার অফ এক্সিলেন্সে ঋষিকাকে সপ্তাহে তিন দিন কোচিং করানো হবে। ব্যক্তিগত ভাবে নজর রাখবেন কোচেরা। মার্লিন রাইজ এবং ক্লাব প্যাভিলিয়ন, মার্লিন রাইজের স্পোর্টস ক্লাব ঋষিকার ডায়েট তালিকা মেনে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করবে। ওয়াইএসসিই নিয়মিত তার পারফরম্যান্স পর্যবেক্ষণ করবে এবং ম্যাচ খেলার সুযোগ করে দেবে। মার্লিন গ্রুপ তার এলাকার কাছাকাছি একটি স্কুল চিহ্নিত করবে এবং পড়াশোনার সমস্ত খরচ বহন করবে।