India vs West Indies: গুগলিই আমার সেরা অস্ত্র, বলছেন চাহাল
আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগে প্র্যাক্টিসে ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) কিছু টিপস দিয়েছিলেন তাঁকে। যেগুলো কাজে লাগিয়ে আরও ধারালো হয়েছেন চাহাল। জেসন হোল্ডারদের বিরুদ্ধে প্রথম ম্যাচে ম্যাচ জেতানো ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
আমেদাবাদ: দক্ষিণ আফ্রিকা সফরের ভুল থেকে শিক্ষা নিয়েছেন। আর তাই নিজের গুগলি ফিরিয়ে আনার চেষ্টা করছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। ভারতীয় লেগস্পিনার বুঝতে পারছেন, গুগলিই আবার তাঁর সেরা অস্ত্র হতে পারে। আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগে প্র্যাক্টিসে ক্যাপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) কিছু টিপস দিয়েছিলেন তাঁকে। যেগুলো কাজে লাগিয়ে আরও ধারালো হয়েছেন চাহাল। জেসন হোল্ডারদের বিরুদ্ধে প্রথম ম্যাচে ম্যাচ জেতানো ৪ উইকেট নিয়েছিলেন তিনি।
বিসিসিআই টিভিতে রোহিতকে সাক্ষাৎকারে চাহাল বলেছেন, ‘ম্যাচের আগে তুমি আমাকে বলেছিলে, এমনকি দক্ষিণ আফ্রিকা সফরের সময়ও আমি এটা অনুভব করেছিলাম যে, বোলিংয়ের সময় খুব বেশি গুগলি আমি ব্যবহার করছি না। এই ম্যাচে সেই ভুলটা করিনি। যখন কোনও হার্ডহিটার বড় শটের জন্য ঝাঁপায়, তখন আমি গুগলিকে আমার অস্ত্রের মতো করে ব্যবহার করি। গুগলি যে কোনও লেগস্পিনারের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা অস্ত্র।’
সেই সঙ্গে রোহিতকে বলেছেন, ‘তুমি আমাকে বলেছিলে, যত বেশি গুগলি ব্যবহার করব আমি, তত কার্যকর হবে আমার লেগস্পিন। নেটে তোমাকে বল করার সময় গুগলিই বেশি ব্যবহার করার পর বুঝতে পেরেছিলাম, ম্যাচেও এটা আরও বেশি ব্যবহার করা উচিত। পোলার্ড যখন ব্যাট করতে এল, তুমি বলেছিলে ফুলার করতে। আমি খুব ভালো করে জানতাম, যদি লেন্থ ঠিক না হয়, তা হলে ছয় খেতে হতে পারে আমাকে।’
?-plus ODI wickets ?Working on his bowling ?Tips for the road ahead ☺️
Captain @ImRo45 turns anchor & interviews @yuzi_chahal after #TeamIndia win the first @Paytm #INDvWI ODI in Ahmedabad. ? ? – By @Moulinparikh
Watch the full interview ?https://t.co/tWZL5GFalz pic.twitter.com/Oz22p7hvOz
— BCCI (@BCCI) February 7, 2022
সাদা বলের ক্রিকেটে চাহাল যে ভারতীয় বোলিংয়ের অন্যতম ভরসা, সেটা খুব ভালো করে জানেন ক্যাপ্টেন রোহিত। তা বলতেও কুন্ঠা করেননি তিনি। চাহালকে বলেছেন, ‘তুমি টিমের খুব গুরুত্বপূর্ণ প্লেয়ার। যে মনোভাব নিয়ে খেলছ, সেটাই ধরে রেখো। যে কোনও ক্রিকেটারের জীবনে, একটা ম্যাচে অনেক উত্থান-পতন থাকে। কিন্তু কেউ যদি নির্দিষ্ট মানসিকতা নিয়ে এগোনোটা খুব গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন: রামিজের প্রস্তাব খারিজ করে দিলেন বিসিসিআই সচিব জয়
বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা