CRISTIANO RONALDO: ওল্ড ট্র্যাফোর্ড নামার জন্য মুখিয়ে আছি: রোনাল্ডো

TV9 Bangla Digital | Edited By: sushovan mukherjee

Aug 31, 2021 | 5:22 PM

চুক্তি সইয়ের খবর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) সরকারি ভাবে জানানোর পর রোনাল্ডো ক্লাবের ওয়েবসাইটে (Website) দেওয়া ইন্টারভিউতে বলেছেন, 'ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) আমার হৃদয়ের বিশেষ জায়গায় আছে। শুক্রবার পুরনো ক্লাবে সই করার পর থেকেই একের পর এক মেসেজ পাচ্ছি।

CRISTIANO RONALDO: ওল্ড ট্র্যাফোর্ড নামার জন্য মুখিয়ে আছি: রোনাল্ডো
ম্যান ইউতে খেলতে মুখিয়ে রোনাল্ডো। ছবি: টুইটার

Follow Us

ম্যাঞ্চেস্টার: মনের মধ্যে বিশেষ জায়গায় থাকা ক্লাবে আবার ফিরছেন, চুক্তি সইয়ের পর বার্তা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। গত সপ্তাহের শেষে ফিটনেস পরীক্ষা দিয়েছেন লিসবনে (Lisbon)। মঙ্গলবার দু’বছরের চুক্তিতে সইও করে দিলেন। যদি সব ঠিক থাকে, তা হলে আরও একটা মরসুম থেকে যেতে পারেন ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford)।

চুক্তি সইয়ের খবর ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) সরকারি ভাবে জানানোর পর রোনাল্ডো ক্লাবের ওয়েবসাইটে (Website) দেওয়া ইন্টারভিউতে বলেছেন, ‘ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United) আমার হৃদয়ের বিশেষ জায়গায় আছে। শুক্রবার পুরনো ক্লাবে সই করার পর থেকেই একের পর এক মেসেজ পাচ্ছি। ওল্ড ট্র্যাফোর্ডে (Old Trafford) ভরা স্টেডিয়ামে নামার জন্য মুখিয়ে আছি। সেই সঙ্গে সমর্থকদের আবার দেখতে চাই।’

আপাতত পর্তুগালের (Portugal) হয়ে আন্তর্জাতিক ফ্রেন্ডলি (Friendly) খেলবেন রোনাল্ডো। তারপর যোগ দেবেন ক্লাবে। যা নিয়ে রোনাল্ডো বলেও দিয়েছেন, ‘টিমের সঙ্গে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছি। আন্তর্জাতিক ম্যাচ শেষ করেই ক্লাব টিমে যোগ দেব। আশা করছি, একটা সফল মরসুম অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য।’

রোনাল্ডো (Cristiano Ronaldo) প্রাপ্তির পর উচ্ছ্বসিত ওলে গানার সোলসজায়ের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) কোচ বলেওছেন, ‘রোনাল্ডো কী, সেটা বোঝাতে হলে অনেক শব্দ খরচ করতে হবে। ও দুরন্ত প্লেয়ার যেমন, মানুষ হিসেবেও খুব ভালো। সর্বোচ্চ পর্যায়ে সাফল্যের সঙ্গে খেলার ইচ্ছে আর তাগিদ দুই-ই আছে ওর। সেই কারণেই দীর্ঘদিন ধরে সেরা জায়গাটা ধরে রেখেছে। এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে, ও নিজের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছে। তার থেকেও বড় কথা হল, ওর অভিজ্ঞতা টিমের জুনিয়রদের নানা ভাবে অনুপ্রাণিত করবে।’

Next Article