EURO 2020 : ১ ম্যাচ বাকি থাকতেই শেষ ১৬-য় নেদারল্যান্ডস

raktim ghosh |

Jun 18, 2021 | 3:12 AM

নেদারল্যান্ডস- ২ (ডিপে পেনাল্টি ১১’, ডামফ্রাইস ৬৭’) অস্ট্রিয়া-০ আমস্টারডামঃ কোনও অঘটন হলনা। অস্ট্রিয়ার (AUSTRIA) বিরুদ্ধে প্রত্যাশা মতই জয় পেয়ে প্রিকোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস (NETHERLANDS)।দুই অর্ধে দুই গোল করে ইউরো কাপের(EURO 2021) শেষ ১৬-র টিকিট কেটে ফেলল ডাচরা। নেদারল্যান্ডসের হয়ে গোল দুটি করেন মেমফিস ডিপে (MEMPHIS DEPAY) ও ডামফ্রাইস (DUMFRIES)। ম্যাচের ১১ মিনিটে ডামফ্রাইসকে বক্সে ফেলে অস্ট্রিয়ার […]

EURO 2020 : ১ ম্যাচ বাকি থাকতেই শেষ ১৬-য় নেদারল্যান্ডস
গোলের পর অভিনব সেলিব্রেশন মেমফিস ডিপের

Follow Us

নেদারল্যান্ডস- ২ (ডিপে পেনাল্টি ১১’, ডামফ্রাইস ৬৭’)

অস্ট্রিয়া-০

আমস্টারডামঃ কোনও অঘটন হলনা। অস্ট্রিয়ার (AUSTRIA) বিরুদ্ধে প্রত্যাশা মতই জয় পেয়ে প্রিকোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস (NETHERLANDS)।দুই অর্ধে দুই গোল করে ইউরো কাপের(EURO 2021) শেষ ১৬-র টিকিট কেটে ফেলল ডাচরা। নেদারল্যান্ডসের হয়ে গোল দুটি করেন মেমফিস ডিপে (MEMPHIS DEPAY) ও ডামফ্রাইস (DUMFRIES)।

ম্যাচের ১১ মিনিটে ডামফ্রাইসকে বক্সে ফেলে অস্ট্রিয়ার বিপদ ডেকে আনে আলাবা । পেনাল্টি পায় নেদারল্যান্ডস। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ডাচ তারকা স্ট্রাইকার মেমফিস ডিপে। ফরাসি ক্লাব লিঁয়ঁ-র হয়ে নজরকাড়া এই ডাচ স্ট্রাইকার শুরু থেকেই চলতি ইউরোতে ছিলেন নেদারল্যান্ডসের সবচেয়ে বড় ভরসার নাম।

মেমফিসের গোলে এগিয়ে যাওয়ার পর  অস্ট্রিয়ার বক্সে একের পর আক্রমণ আছড়ে পড়ে ডাচদের। জোহান ক্রুয়েফ অ্যারেনায় কমলা ঝড়ে তখন বিধ্বস্ত অস্ট্রিয়া। পাল্টা আক্রমণের বদলে নিজেদের ডিফেন্স সামাল দিতেই তখন ব্যস্ত অস্ট্রিয়া। ডিফেন্সিভ অস্ট্রিয়ার রক্ষণ ভেঙে প্রথমার্ধে আর গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ হয়নি ফেভারিট নেদারল্যান্ডসের।

দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে নেদারল্যান্ড কোচ ডি বোয়েরের দুটি পরিবর্তন আরও ক্ষুরধার করে তোলে কমলা ব্রিগেডের আক্রমণকে। ব্লাইন্ড ও ওয়েগহর্সটকে বসিয়ে নামানো হয় একে ও মালেনকে। পরিবর্তনের মাত্র ৩ মিনিটের মধ্যে ফের গোল নেদারল্যান্ডসের। মালেনের গতিময় দৌড়ের পর ডামফ্রাইসকে বাড়ানো নিঁখুত পাস। গোল করতে ভুল করেননি ডামফ্রাইস।

দ্বিতীয় গোলের পর উচ্ছ্বাস ডামফ্রাইসের

২-০ গোলে অস্ট্রিয়াকে হারিয়ে ইউরো কাপের দ্বিতীয় পর্যায়ে পৌঁছে গেল নেদারল্যান্ডস। ২০০৮ সালের পর ফের ইউরো কাপের প্রিকোয়ার্টার ফাইনালে রুড খুলিটের দেশ।

Next Article