WTC Final 2021 India vs New Zealand live streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লাইভ স্ট্রিমিং

সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী | Edited By: raktim ghosh

Jun 18, 2021 | 3:40 AM

WTC ফাইনালে মুখোমুখি বিরাট কোহলির (Virat Kohli) ভারত (India) ও কেন উইলিয়ামসনের (Kane Williamson) নিউজিল্যান্ড (New Zealand)।

WTC Final 2021 India vs New Zealand live streaming: জেনে নিন কখন এবং কীভাবে দেখবেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লাইভ স্ট্রিমিং
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি বিরাট-উইলিয়ামসন (সৌজন্যে-আইসিসি টুইটার)

Follow Us

সাউদাম্পটন: এজিয়াস বোলে (Ageas Bowl) আজ থেকে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final)। মুখোমুখি বিরাট কোহলির (Virat Kohli) ভারত (India) ও কেন উইলিয়ামসনের (Kane Williamson) নিউজিল্যান্ড (New Zealand)। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় রয়েছে গোটা দুনিয়া। হাইভোল্টেজ ম্যাচের আগে জেনে নেওয়া যাক কখন, কোথায় দেখবেন WTC ফাইনালের লাইভ স্ট্রিমিং (live streaming)…

কখন এবং কোথায় হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল?

সাউদাম্পটনের এজিয়াস বোলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে ১৮-২২ জুন।

কখন শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল?

টস অনুষ্ঠিত হবে দুপুর ৩টে (ভারতীয় সময়ে)। তার পর বিকেল সাড়ে ৩টে থেকে খেলা শুরু হবে।

কোথায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লাইভ স্ট্রিমিং দেখা যাবে?

ভারত-নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ম্যাচটি স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার করা হবে। এ ছাড়া অনলাইনে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে ও জিও টিভি অ্যাপ্লিকেশনে লাইভ স্ট্রিমিং স্ট্রিমিং দেখা যাবে।

আরও পড়ুন: WTC Final 2021: ফাইনাল হারলেও জীবন থমকে যাবে না, বলছেন বিরাট

Next Article