কলকাতাঃ এবার বাগানের(ATK MOHUNBAGAN) অন্দরে করোনা থাবা! এটিকে মোহনবাগানের দুই বাঙালি ফুটবলার প্রবীর দাস (PRABIR DAS) ও শেখ সাহিল (SK SAHIL) আক্রান্ত হলেন করোনায়(COVID19)। শনিবারই দুজনের রিপোর্ট আসে। যেখানে দেখা যায় দুজনেই করোনা পজিটিভ। তবে মৃদু উপসর্গ রয়েছে দুজনেরই।
করোনার প্রথম ঢেউয়ে আক্রান্ত হয়েছিলেন বাংলার বেশ কয়েকজন ক্রীড়াবিদ। যার মধ্যে আক্রান্ত হয়েছিল বাংলা ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্ল। সিএবির যুগ্মসচিব ও প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। তবে এবার দ্বিতীয় ঢেউয়ে এই প্রথম আক্রান্ত হলেন বাংলার নামী দুই ফুটবলার প্রবীর দাস ও শেখ সাহিল।
গত কয়েক মরসুম ধরেই বাগান জার্সিতে দাপিয়ে খেলেছেন প্রবীর। এমনকি এটিকে বা পরবর্তীতে এটিকে মোহনবাগানের হয়ে উইংয়ে সবার নজর কেড়েছেন এই ফুটবলার। শেখ সাহিল অবশ্য প্রবীরের থেকে অনেকটাই জুনিয়র । সবে ২ মরসুম হয়েছে বাগান জার্সিতে।
সামনেই রয়েছে এএফসি কাপের ম্যাচ। তার আগে দুই ফুটবলারের করোনা আক্রান্ত হওয়ার খবরে চিন্তিত এটিকে মোহনবাগান সমর্থকরা।২ ফুটবলারের জন্দ্রুয ত আরোগ্য কামনা করছেন বাগান সমর্থকরা।