ইতালিতে রোনাল্ডো-ইব্রার মহারণ

May 08, 2021 | 7:01 PM

রবিবারের মহারণে নজর থাকবে দুই তারকার ওপর। রোনাল্ডো ও ইব্রা।

ইতালিতে রোনাল্ডো-ইব্রার মহারণ
ইতালিতে রোনাল্ডো-ইব্রার মহারণ (সৌজন্যে-টুইটার)

Follow Us

মিলান: সুপার সানডেতে ইতালির মেগা ফুটবল শো। একদিকে জুভেন্তাসের (Juventus) সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। অন্যদিকে এসি মিলানের (AC Milan) জ্লাটন ইব্রাহিমোভিচ (Zlatan Ibrahimovic)। এই মুহূর্তে লিগ টেবলের দিকে নজর দিলেই চোখে পড়বে, ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে জ্বলজ্বল করছে ইন্টার মিলান। সমসংখ্যক ম্যাচ খেলে সিআর সেভেনের জুভেন্তাস রয়েছে ৩ নম্বরে। ইব্রার দল রয়েছে ৪ নম্বরে। ১১ বছর পর সিরি আ (Serie A) খেতাব প্রায় নিশ্চিত করে ফেলেছে ইন্টার মিলান। খেতাবের আশা কার্যত শেষ জুভেন্তাসের।

 

এই দ্বৈরথ জিতলেও জুভেন্তাস ও মিলান খেতাব থেকে দূরেই থাকবে। দুই দলেরই ৪টি করে ম্যাচ বাকি রয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামী মরসুমের চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) জায়গা পাকা করার জন্য লড়াই হবে সিআর সেভেন ও ইব্রাদের মধ্যে। আতলান্টা, জুভেন্তাস ও এসি মিলানের খাতায় ৬৯ পয়েন্ট রয়েছে। তাই এই ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

 

রবিবারের মহারণে নজর থাকবে দুই তারকার ওপর। রোনাল্ডো ও ইব্রা। ৩৬ বছরের রোনাল্ডোর সময়টা ভালো যাচ্ছে না। জুভেন্তাসের হয়ে অনেক দিন গোল পাননি সিআর সেভেন। তবে লা লিগায় শেষ ম্যাচে উডিনেজের বিরুদ্ধে শেষ মুহূর্তে জোড়া গোল করে, দলকে জয় এনে দিয়েছেন তিনি। সিরি আ-তে রোনাল্ডোই এই মুহূর্তে সর্বোচ্চ গোলদাতা। সিআর সেভেনের ঝুলিতে রয়েছে ২৭টি গোল। চ্যাম্পিয়ন্স লিগ, সিরি আ কোনটাই এ বার রোনাল্ডোদের কপালে নেই। আবার অন্যদিকে ৫ বছরের অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছেন এসি মিলানের স্ট্রাইকার। সুইডেনের জার্সিতে কামব্যাক ম্যাচে নিজের জাত চিনিয়েছিলেন। বয়স ৪০ হলেও তিনি এখনও ফুরিয়ে যাননি।

আরও পড়ুন: আজ জিতলেই ইপিএল চ্যাম্পিয়ন ম্যান সিটি

Next Article