TV9 বাংলা ডিজিটাল: দলের ডিফেন্স গোছাতে উঠে পড়ে লাগল এসসি ইস্টবেঙ্গল। জাতীয় দলের ডিফেন্ডার আদিল খানকে জানুযারি উইন্ডোয় দলে নিতে তৎপর লাল-হলুদ কর্তারা। মরসুমের শুরুতেই হায়দরাবাদ এফ সি-র সঙ্গে চুক্তি বাড়ান আদিল। ২০২৩ পর্যন্ত নতুন চুক্তি করেন। হায়দরাবাদের অধিনায়কও নির্বাচিত হন। তবে এ বারের আইএসএলে ২ ম্যাচে মাত্র ১৭ মিনিট মাঠে নেমেছেন সবুজ-মেরুন জার্সিতে কলকাতায় খেলে যাওয়া গোয়ার এই ডিফেন্ডার।
আরও পড়ুন:মহমেডানের টিডি হতে চলেছেন শঙ্করলাল
সেই সুযোগটাই কাজে লাগাতে চাইছে লাল-হলুদ। প্রয়োজনে ট্রান্সফার ফি দিয়েও আদিল দিতে চাইছে এসসি ইস্টবেঙ্গল। এটিকে মোহনবাগানের মণিপুরী ডিফেন্ডার সালাম রঞ্জন সিংকেও লোনে নেওয়ার চেষ্টায় আছে লাল-হলুদ। মূলত দীর্ঘদেহী ডিফেন্ডার চাইছেন ফাউলার। দু-একদিনের মধ্যেই ফাউলারের সঙ্গে কথা বলে স্কোয়াড চূড়ান্ত করে ফেলতে চাইছে এসসি ইস্টবেঙ্গল কর্তারা। চোট পাওয়া ফুটবলার অ্যারনের ব্যাপারেও সিদ্ধান্তে পৌঁছতে চাইছে লাল-হলুদে। তার জায়গায় স্কোয়াডে ঢুকতে পারেন ক্যালাম উডস।